MALDA COLLEGE UN-OFFICIAL
4.9K subscribers
About MALDA COLLEGE UN-OFFICIAL
This is Unofficial What's App Channel Of Malda College. এখানে প্রত্যেক Semester এর বিভিন্ন তথ্য পাওয়া যাবে। https://whatsapp.com/channel/0029VaZe6Mc3GJP3WgDHsa0R
Similar Channels
Swipe to see more
Posts
⚠️ 1st Semester *🚨 আর মাত্র 1 দিন বাকি পেমেন্ট না করে থাকলে এখনি করে নাও।* https://youtu.be/3sZoBtaLKb8 ✅ Payment এর Process এই ভিডিওতে দেখানো হয়েছে, দেরি না করে এখনি পেমেন্ট কমপ্লিট করো।

*🚨 UG/PG (3rd & 1st) Semester 2024-2025 এ যাদের পরীক্ষার ফর্ম ফিলাপ fee Double Payment হয়েছে তাদের রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে।* *📄 প্রজনীয় ডকুমেন্ট :* ১) হাতে লেখা অ্যাপ্লিকেশন (কারণ উল্লেখ করে) মোবাইল নাম্বারের সাথে। ২) সমস্ত পেমেন্ট স্লিপ। ৩) ব্যাঙ্ক পাস বুকের প্রথম পাতা যাতে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, ব্যাংক হোল্ডার নাম স্পষ্টভাবে বোঝা যায়। প্রতিটা ডকুমেন্টে সিগনেচার লাগবে। *⏱️ সময় :* Room No. 101 24/02/2025 (2:00-3:00 PM) 27/02/2025 (2:00-3:00 PM) *🔘 Online application form for double payment 👇* https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeBDHqXbd6tov2MFJmBVYDfXTR6nlGH3ACm-jIhQjYNxfx0Eg/closedform ⚠️ অনলাইন ফর্ম ফিলাপ করার পরে নির্দিষ্ট সময়ে এপ্লিকেশন এবং উল্লেখিত ডকুমেন্ট অফিসে জমা দেবে।

🚨 UG সমস্ত ক্লাস আগামী 22/02/2025 তারিখ থেকে আরম্ভ হবে।

*🚨 Semester 1* পরীক্ষা!! আশা করি সবাই জানো পরীক্ষা খুব শীঘ্রই শুরু হতে চলেছে, কেমন প্রস্তুতি ছিল সেটার থেকে গুরুত্বপূর্ণ এই কয়েকদিন কেমন প্রস্তুতি নেবে। তাই এই কয়েকদিন সময় নষ্ট না করে একটু সিলেবাস এ ধেয়ান দাও। ◽ হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই পরীক্ষা শুরু হবে। তোমার কলেজের এটাই প্রথম Semester এর পরীক্ষা। ◽ যারা এখনো ফর্ম ফিলাপ করোনি তারা আজকেই ফর্ম ফিলাপ করে রাখো, কালকে জমা দিয়ে দিবে। ◽ ফর্ম ফিলাপ না করলে admit card বেরোবে না, আর Admit Card না থাকলে পরীক্ষায় বসতে পাবে না। ◽ প্রস্তুতি এমন ভাবে নাও যাতে সেমিস্টার ব্যাক না হয়, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার সেমিস্টার ব্যাক আসবে। আর সেমিস্টার ব্যাক আসলে তোমাকে পরেরবার পুনরায় এক্সাম ফরম ফিলাপ করে তোমাকে জুনিয়রদের সাথে পরীক্ষা দিতে হবে। (কোন না কোন দিক থেকে একটু লজ্জার বিষয়)। সুতরাং... সময়, টাকা, এবং সম্মান বাঁচানোর জন্য একটু পড়াশোনা করা জরুরী। Form fillup & Payment কিভাবে করবে তার ভিডিও অলরেডি গ্রুপে দেওয়া আছে। সেই ভিডিও দেখে ফর্ম ফিলাপ করে অফিসে জমা দিয়ে দাও। *Keep studying!! 😊* *All the best 👍*
*🚨 UGB Registration Number কিভাবে জানবে? মাত্র ২ মিনিটে তুমি তোমার Registration Number বার করে নাও।* https://youtu.be/O4a7MEZSNz8 ✅ জেনে রাখো, তুমি তোমার ভাই বোনদের প্রয়োজনে বলতে পারবে।

24 & 25 Tarik a Gour banga university te Volleyball & Kho-kho khelar ayojon kora hoye6e . Jara aii khelai participant korte echhuk Tara agami Kal 21 Tarik a Asit sir er contact korbe. Boys Girls sobai participate korte parbe . Contact number - +919609931038.
*🚨 Semester 1 (NEP) Examination Form Fillup আরম্ভ হয়েছে, সময়ের মধ্যে ফর্ম ফিলাপ করে নাও।* ⏱️ Date : • শুরু : 12/02/2025 • শেষ : 20/02/2025 https://youtu.be/i-U35OeHktc ফর্ম ফিলাপ করার পর হার্ড কপি এবং পেমেন্ট স্লিপ অফিসে জমা দিতে হবে। ✅ ২০ তারিখের মধ্যে ফর্ম ফিলাপ করে অফিসে জমা করো, নাহলে Admit Card বেরোবে না। আর Admit না বেরোলে পরীক্ষা দিতে পাবে না।
