
Light Upon Light
80 subscribers
About Light Upon Light
Collected Contents
Similar Channels
Swipe to see more
Posts

*[সূরা আহযাব ৩৩:৪১-৪৪]* . *﴿ یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اذۡکُرُوا اللّٰہَ ذِکۡرًا کَثِیۡرًا. وَّسَبِّحُوۡہُ بُکۡرَۃً وَّاَصِیۡلًا. ہُوَ الَّذِیۡ یُصَلِّیۡ عَلَیۡکُمۡ وَمَلٰٓئِکَتُہٗ لِیُخۡرِجَکُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ؕ وَکَانَ بِالۡمُؤۡمِنِیۡنَ رَحِیۡمًا. تَحِیَّتُہُمۡ یَوۡمَ یَلۡقَوۡنَہٗ سَلٰمٌ ۖۚ وَاَعَدَّ لَہُمۡ اَجۡرًا کَرِیۡمًا.* ﴾.* . > *হে মু’মিনগণ! তোমরা আল্লাহকে অধিক স্মরণ কর। এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর। তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফিরিশতাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে; যাতে তিনি অন্ধকার হতে তোমাদেরকে আলোকে আনয়ন করেন। আর তিনি বিশ্বাসীদের প্রতি পরম দয়ালু। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাত করবে, সেদিন তাদের অভিবাদন হবে 'সালাম’। আর তিনি তাদের জন্য প্ৰস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।* .

*হে আল্লাহ, এমন একটি সকাল দাও যা কল্যাণে পরিপূর্ণ হয়।* *হে আল্লাহ, জীবন আমাদের যেখানেই নিয়ে যাক, তোমার করুণা আমাদের সাথে থাকুক।*


ঈদ মুবারক। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। تَقبَّلَ اللهُ مِنَّا ومِنكُم আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের সবার নেক আমলসমূহ কবুল করে নিন।

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই এ দোআ করতেন। [বুখারী ৪৫২২, মুসলিম ২৬৯০]


*.* > তুবা'পুর কবরের কাছে ছোট্ট হাতগুলো তুলে মুনাজাত করছে দুইবোন-নুহা আর জুলফা। কবর জেয়ারত করে ফিরে আসার সময় নুহা জানতে চাচ্ছিল- জান্নাতে কি ঈদ হয়, বাবা? *.* ▌Collected: Mahin Mahmud


*.* > ইবনু ওমর ও আবূ হুরায়রা(রা) যিলহজ্জের প্রথম দশ দিন তাকবীর বলতে বলতে বাযারের দিকে যেতেন এবং তাদের তাকবীরের সঙ্গে অন্যরাও তাকবীর বলত। মুহাম্মাদ ইবনু আলী(রহ) নফল ছালাতের পরেও তাকবীর বলতেন। *.* *`বুখারী হা/৯৬৯-এর অনুচ্ছেদ এর তা'লীক দ্র.।`*