
Baytul Hikmah
10 subscribers
About Baytul Hikmah
আমাদের অবশ্যই নিজ কওমের অস্তিত্ব, নিরাপত্তা ও ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
Similar Channels
Swipe to see more
Posts

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ) ✨🤍🥀 আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষন না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। • সহিহ বুখারী, হাদিস নং ১৫

আল্লাহ কাউকে হয়তো কোনো জিনিস থেকে বঞ্চিত করার মাধ্যমে কষ্টে নিপতিত করবেন। যেমন মূসার (আলাইহিসসালাম) সাথে হয়েছিলো। "আগে থেকে আমি তাকে (মূসা) ধাত্রী-স্তন্য পান করা থেকে বিরত রেখেছিলাম।” (সূরাহ আল-ক্বাসাস ২৮:১২) কারণ তিনি আপনার জন্য এর চেয়ে ভালো কিছু জমিয়ে রেখেছেন। আপনাকে বঞ্চিত না করা হলে আপনি সেই কম ভালো জিনিসটি নিয়েই মেতে থাকতেন। যেভাবে আল্লাহ মূসার (আলাইহিসসালাম) প্রসঙ্গে বলেছেন, "এরূপে আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ জুড়ায়।” (সূরাহ আল-কাসাস ২৮:১৩) বই:সবুজ পাতার বন

জীবনকে বানাই যদি রমাদান, মউত এমন হবে যেন ঈদের চাঁদ। - রেজাউল কবীর (বান্দা রেজা) রহিমাহুল্লাহ

I hope this Ramadan heals our hearts, cleanse our minds, and purify our souls. 🥰🫀🌙✨