Arif Ibn hasan
693 subscribers
About Arif Ibn hasan
আমি গুনাহগার, রবের ক্ষমার অপেক্ষায়...
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                গা’যযায় এক ব্যক্তি কুরআন পড়ছিলো। এরমধ্যেই হা’না’দা’ররা হা’মলা চালায়। শহীদের র’ক্তের দাগ এসে লাগে কুরআনুল কারিমেও। যে পাতায় র’ক্ত লাগে সে পাতার আয়াতগুলো ই’হু’দীদের ব্যাপারেই নাযিল হয়েছিলো। আয়াতগুলো এই: وَاِذۡ نَجَّیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ یُذَبِّحُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ- وَاِذۡ فَرَقۡنَا بِکُمُ الۡبَحۡرَ فَاَنۡجَیۡنٰکُمۡ وَاَغۡرَقۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ وَاَنۡتُمۡ تَنۡظُرُوۡنَ- وَاِذۡ وٰعَدۡنَا مُوۡسٰۤی اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ثُمَّ اتَّخَذۡتُمُ الۡعِجۡلَ مِنۡۢ بَعۡدِہٖ وَاَنۡتُمۡ ظٰلِمُوۡنَ - এবং স্মরণ করো তখনকার কথা যখন আমি তোমাদেরকে ফির‘আউনের লোকজন থেকে মুক্তি দেই। যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছিলো। তোমাদের পুত্রদেরকে যবাহ করে ফেলছিলো এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখছিলো। আর এই যাবতীয় পরিস্থিতিতে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা। এবং (স্মরণ করো) যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করেছিলাম এবং এভাবে তোমাদের সকলকে রক্ষা করেছিলাম এবং ফির‘আউনের লোকজনকে (সাগরে) নিমজ্জিত করেছিলাম। আর তোমরা এসব দৃশ্য প্রত্যক্ষ করছিলে। এবং (সেই সময়টিও স্মরণ করো) যখন আমি মূসাকে চল্লিশ রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম। অতঃপর তোমরা তার প্রস্থানের পরে বাছুরকে মাবূদ বানালে। আর তোমরা ছিলে যা’লিম। [ সূরা বাকারা, আয়াত: ৪৯-৫১ ] . — আম্মারুল হক (হাফি.) Qalbun Saleem - قلب سليم
                                
                                    
                                ❝- বাস্তবতা!❞ • রিসেন্ট ভিডিও: https://youtu.be/eX1JZjd8oNQ আমাদের চ্যানেলের রিসেন্ট ভিডিওটি দেখতে উপরে দেওয়া লিংকে ক্লিক করুন। • 🔗Telegram: https://t.me/workofsalam 🔗Community: https://www.facebook.com/share/g/M8XVCFmFgRschSMi/?mibextid=A7sQZp 🔗WhatsApp: https://whatsapp.com/channel/0029VaMPj6yHLHQPpEExiP3P নিয়মিত রিমাইন্ডার পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রাম ও হোয়াটস্যাপ চ্যানালে। • জাজাকুমুল্লাহু খাইরান।
                                
                                    
                                গা*যার এক ভাইয়ের হৃদয়বিদারক পোস্ট!! গা*যার এক ভাইয়ের হৃদয়বিদারক পোস্ট!! আমার প্রিয় স্ত্রী শাইমা, আমার আদরের মেয়ে ফাতিন, আমার হৃদয়ের আনন্দ ছেলে মুহাম্মাদ তারা সবাই শ*হীদ হয়েছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁর কাছেই প্রত্যাবর্তন করবো। আমি কখনো কল্পনাও করিনি এমন কিছু ঘটবে।আমরা ছিলাম সবচেয়ে সুন্দর একটি পরিবার।আমার ছেলে উমারের জন্য সবাই দুআ করুন,সে এখন আইসিইউ-তে জীবন মৃ*ত্যুর সন্ধিক্ষণে। – জি*হা/দ আল-শরীফ অনুবাদ- শাবীব তাশফী হাফি. Courtesy: Come Back To ALLAH
                                
                                    
                                ক্ষুধার যন্ত্রণা কত ভয়ানক জানতে চাও? শোনো ফিলিস্তিনের সেই বোনের কথা, যে বলে- “হে ই°জ°রা°ই°ল, তুমি বরং কয়েকটা পা°র°মা°ণ°বি°ক বো°মা নিক্ষেপ করে একবারে মে°রে ফেলো আমাদের, যেন ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে না হয়”। Qalbun Saleem - قلب سليم
                                    
                                ⚠️ Music Alert (ভিডিওর সত্যতার জন্য সাউন্ড অফ করা হয়নি) . ভিডিওটি ডারতের ভেবে ভুল করবেন না, এটা বাংলাদেশের ভিডিও। স্থানঃ কান্দিরপার,কুমিল্লা (কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মসজিদের সামনে)। শহরের মেইন রোডের মুখগুলো পিকআপ বসিয়ে, জোরে জোরে গান আর নাচ। এমনকি নামাজের সময়ও গান বন্ধ করা হয়নি। . সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব শুধুই মুসলিমদের তাইনা?
                                    
                                এভাবেই পাওনা বুঝিয়ে দেওয়া হোক। লন্ডনে অবস্থিত তুর্কী দূতাবাসের সামনে একজন কুরআন পো°ড়ায়। এক মুসলিম এই অবমাননাকর দৃশ্য দেখে ঘটনাস্থলেই তাকে ছু.রিকা.ঘাত করে।
                                    
                                পথ দুইটি— হয় আপনি ঈমানের শিবিরে থাকবেন, নয়তো কুফরের শিবিরে। এর মাঝামাঝি কিছু নেই। আপনি হয় প্রকৃত মুমিন হবেন, নয়তো মুনাফিকদের দলে শামিল হবেন। ইনশাআল্লাহ, যারা রাখালের (জাহান্নামের কীটপতঙ্গ) মতো পথভ্রষ্ট, যারা দ্বিনের শত্রু, তারা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, হবে। কিন্তু মুমিন হৃদয়ে রাসূলুল্লাহ ﷺ-এর ভালোবাসা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। ❝ রাখাল রাহারা (জাহান্নামের কীটপতঙ্গ) নিপাত যাক! রাসূল (সা:) প্রেম জিন্দাবাদ! ❞