
Jamaat Dhaka City South
18.4K subscribers
About Jamaat Dhaka City South
Welcome to the WhatsApp channel of Bangladesh Jamaat-e-Islami, Dhaka City South. Stay Connected on Web 👉 www.jamaatdhakacitysouth.org Follow us on : 🔵 FB 👉 www.fb.com/JamaatDhakaCitySouth 🟣 TW 👉 www.x.com/BJI_DCS 🟡 IG 👉 www.instagram.com/bji_dcs 🔴 YT👉 www.youtube.com/jamaatdhakacity 🔵TG👉https://t.me/JamaatDhakaCitySouth
Similar Channels
Swipe to see more
Posts

*সিটি করপোরেশন কারো বাবার সম্পত্তি নয়, একে দখল করার মানসিকতা কীভাবে তৈরি হলো* --- আব্দুস সবুর ফকির ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী-ডেমরা-কদমতলীর একাংশ) দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির।

৭১ টেলিভিশনের বর্ষপূর্তিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের শুভেচ্ছা বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টেলিভিশনের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেসরকারি টেলিভিশন চ্যানেলটির কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপস্থিত অন্যান্য রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের দায়িত্বশীল আশরাফুল আলম ইমন, মহানগরীর সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক আবদুস সাত্তার সুমন প্রমুখ। এসময় মহানগরী আমীর শুভেচ্ছা বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের মুল স্প্রিরিটকে ধারণ করে ৭১ টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আপোষহীন থাকতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে নির্দিষ্ট কোন মহলের তাবেদারির পরিবর্তে জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে সত্য প্রচারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


দলীয় সহকর্মীদের উদ্দেশ্যে.... দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো দায় নেবে না এবং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কাউকে কোনো ছাড়ও দেওয়া হবে না — ব্যক্তি তিনি যেই হোন না কেন। অতএব, সবাইকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গির প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এর কোনো ভিন্নতা যেখানেই ঘটুক, সংগঠন অবশ্যই সিদ্ধান্ত নেবে। ডা. শফিকুর রহমান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী

ইসলাম বিজয়ের লক্ষণ শুরু হয়ে গেছে, একবিংশ শতাব্দীতে অবশ্যই ইসলাম কায়েম হবে ---- এ টি এম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলামের আপিলের রায় উপলক্ষ্যে বাইতুল মোকাররমে দোয়া ও শুকরানা মাহফিল

আপনি আপনার ব্যক্তিগত রিপোর্ট সহজেই সংরক্ষণ করতে পারবেন আপনার পিসি ও অ্যান্ড্রয়েড ফোনে। আপনার জনশক্তি ও শুভাকাঙ্ক্ষীদের সাথে এই বার্তাটি শেয়ার করুন, যেন সবাই এর সুফল লাভ করতে পারে। অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.innovation21.personalReportApp ওয়েব ভার্সন: https://amardailyreport.com/

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অফিস পরিদর্শনে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম।

এটিএম আজহার ভাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও ক্ষতিপূরণ দিতে হবে #FreeAzhar


খ্যাতিমান সাহিত্যিক খন্দকার আব্দুল মোমেন এর জানাজায় আমীরে জামায়াতসহ জামায়াতের নেতৃবৃন্দ

আলহামদুলিল্লাহ। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সম্পর্কিত হাইকোর্টের রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট। তাই প্রায় এক যুগ পর নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত।