
RCY Osmaninagar
28 subscribers
About RCY Osmaninagar
যুব রেড ক্রিসেন্ট,ওসমানীনগর উপজেলা।
Similar Channels
Swipe to see more
Posts

🛑 ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই, সকলে মিলে কাজ করি! 🛑 দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলছে। Bangladesh Red Crescent Society(BDRCS) আপনাদের পাশে আছে — সচেতনতাই পারে আপনাকে, আমাকে এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে। 📌 কী করবেন: ✅ বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, জমে থাকা পানি ফেলে দিন। ✅ ফুলদানি, টব, ড্রাম, এসি ট্রে–সবখানে নিয়মিত পানি পরিবর্তন করুন। ✅ দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। ✅ গর্ভবতী মা, শিশু ও বয়স্কদের রাখুন বিশেষ যত্নে। ✅ জ্বর হলে অবহেলা নয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। 📞 জরুরি প্রয়োজনে কল করুন ১৬২৬৩ নম্বরে। 🩺 স্বাস্থ্যবিধি মেনে চলুন, ডেঙ্গু থেকে নিরাপদ থাকুন। আসুন, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হই।


ইদ মোবারক রেজাউল করিম যুব সদস্য যুব রেড ক্রিসেন্ট, ওসমানীনগর উপজেলা


ইদ মোবারক সৈয়দ ফারহান আহমেদ যুব সদস্য যুব রেড ক্রিসেন্ট, ওসমানীনগর উপজেলা


ইদ মোবারক মিনহাজ রহমান উপ- বিভাগীয় প্রধান, দূর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগ।


০৩/০৬/২০২৫ খ্রি: তারিখে ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর আশ্রয় কেন্দ্র পরিদর্শন, বন্যার প্রস্তুতি ও এলাকায় সর্তক বার্তা পৌঁছে দিচ্ছে ওসমানীনগর উপজেলা যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবীরা যুব রেড ক্রিসেন্ট ওসমানীনগর উপজেলা প্রশাসন, ওসমানীনগর, সিলেটউপজেলা প্রএল, Red Crescent Youth, Sylhet Unit @highlight


শেখ কবির আহমেদ বিভাগীয় প্রধান স্বাস্থ্য ও সেবা বিভাগ যুব রেড ক্রিসেন্ট, ওসমানীনগর উপজেলা।


জাহেদ আল হাসান উপ- বিভাগীয় প্রধান আইসিটি ও মিডিয়া বিভাগ যুব রেড ক্রিসেন্ট, ওসমানীনগর উপজেলা।
