চিটাগাং ঝটপট
58 subscribers
About চিটাগাং ঝটপট
চিটাগাং থেইকা আর দুনিয়া চইল্যা সব তাজা খবর, আপডেট অর ইভেন্ট লাগি। থাকবা লগে, জানবা সবার আগে
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                
                                        চিটাগাং ঝটপট
                                    
                                    
                                        
                                        2/25/2025, 12:18:36 PM
                                    
                                অনেক দিন বন্ধুরা মিলে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিলো না। তাই হঠাৎ সেদিন আমাদের আড্ডায় এক বন্ধু বলে উঠলো চল আমরা কোথাও ঘুরতে যাই। অনেকদিন কোথাও যাওয়া হচ্ছে না। আর সেই দায়িত্বটাও আমাকে দেওয়া হলো। বলল তুই জায়গা ঠিক করে সবাইকে জানিয়ে দিস। আমিও দেরি না করে সঙ্গে সঙ্গে মহামায়া যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি। মহামায়াতে যাওয়ার সিদ্ধান্ত নিই মূলত পাহাড় এবং লেকের অপরূপ সংমিশ্রণ দেখার জন্য।
                                
                                    
                                        
                                        Image