Prof.(Dr.) Manik Saha
January 24, 2025 at 10:57 AM
যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী আমাদের সকলের জন্য অনুপ্রেরণার স্রোত, তাঁর বক্তব্যের মাধ্যমে তিনি সর্বদা প্রেরণা যুগিয়ে যান কোটি কোটি ভারতবাসীকে।
আজ কলকাতা ন্যাশনাল লাইব্রেরীর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনে শ্রী রথীন্দ্র বোস সংকলিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর 'নির্বাচিত বক্তৃতা' সংকলনের আবরণ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে সম্বোধন করি।
🙏
❤️
👍
4