
Tapoban Study Centre, (TSC) Sukumar Paul Sir
February 1, 2025 at 03:12 PM
বাজেট ২০২৫: কিছু প্রশ্ন ও উত্তর (Objective Type)
#ca_tsc_bhadreswar_wb
💯১. বাজেট ২০২৫ এর মূল লক্ষ্য কি?
(a) অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস
(b) উন্নয়ন
(c) বৈদেশিক সম্পর্ক দুর্বল করা
(d) শিল্পের অবনতি
উত্তর: (b) উন্নয়ন
💯২. বিশ্বব্যাপী উত্তেজনার কারণে কি প্রভাবিত হয়েছে?
(a) অভ্যন্তরীণ বাণিজ্য
(b) বিশ্বের প্রবৃদ্ধি
(c) কৃষি উৎপাদন
(d) শিক্ষা ব্যবস্থা
উত্তর: (b) বিশ্বের প্রবৃদ্ধি
💯৩. বাজেট ২০২৫ কয়টি প্রধান বিষয়ের উপর জোর দিয়েছে?
(a) ৫
(b) ১০
(c) ১৫
(d) ২০
উত্তর: (b) ১০
💯৪. বাজেটে কাদের উন্নয়নের উপর বেশি নজর দেওয়া হয়েছে?
(a) ধনী ব্যক্তি
(b) গরিব, মহিলা ও যুব
(c) শিল্পপতি
(d) সরকারি কর্মচারী
উত্তর: (b) গরিব, মহিলা ও যুব
💯৫. কোন যোজনা ১০০টি জেলায় চালু করা হবে?
(a) জন ধন যোজনা
(b) ধন ধান্য যোজনা
(c) উজ্জ্বলা যোজনা
(d) আয়ুষ্মান ভারত যোজনা
উত্তর: (b) ধন ধান্য যোজনা
💯৬. কোন তিনটি ডালের জন্য ৬ বছরের বিশেষ মিশন শুরু করা হয়েছে?
(a) মুগ, চনা, মটর
(b) তুর, উরদ, মসুর
(c) খেসারি, অড়হর, মাষকলাই
(d) সোনা মুগ, কাবলি ছোলা, রাজমা
উত্তর: (b) তুর, উরদ, মসুর
💯৭. কোথায় মখানা বোর্ড স্থাপন করা হবে?
(a) উত্তর প্রদেশ
(b) বিহার
(c) মহারাষ্ট্র
(d) পশ্চিমবঙ্গ
উত্তর: (b) বিহার
💯৮. কত বছরের জন্য কেন্দ্রীয় সংস্থা ডাল কিনবে?
(a) ২ বছর
(b) ৪ বছর
(c) ৬ বছর
(d) ৮ বছর
উত্তর: (b) ৪ বছর
💯৯. কৃষকদের জন্য ক্রেডিট কার্ডের সীমা কত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে?
(a) ₹৩ লাখ
(b) ₹৫ লাখ
(c) ₹৭ লাখ
(d) ₹১০ লাখ
উত্তর: (b) ₹৫ লাখ
💯১০. আসামে কি স্থাপন করা হবে?
(a) চা বাগান
(b) পাটকল
(c) ইউরিয়া প্ল্যান্ট
(d) পেট্রোলিয়াম শোধনাগার
উত্তর: (c) ইউরিয়া প্ল্যান্ট
#ca_tsc_bhadreswar_wb
👍
❤️
🙏
35