⎯͢♡ 𝐒𝐓𝐀𝐓𝐔𝐒 𝐄𝐌𝐎𝐓𝐈𝐎𝐍 💙🔐シ︎
⎯͢♡ 𝐒𝐓𝐀𝐓𝐔𝐒 𝐄𝐌𝐎𝐓𝐈𝐎𝐍 💙🔐シ︎
February 11, 2025 at 11:17 AM
*আপাতত দূরে সরে এসেছি। *প্রচুর মানুষের থেকে, প্রচুর অশান্তি থেকে। আপাতত কথা বলতে চাইছি না কারোর সাথে। আপাতত *চাইছি না কেউ আমায় বুঝুক। এক্সপ্ল্যানেশন দিতে চাইছি না। আপাতত কারোর *ভুল ধারণা ভাঙতে চাইছি না। মিথ্যে শুনতে চাইছি না। বাহানা চাইছি না। অবহেলা চাইছি না। যে'খান যে'খান থেকে আঘাত পেয়েছি, *সেসব জায়গায় ঘুরে তাকাতে চাইছি না। আপাতত নতুন করে বিশ্বাস *করতে চাইছি না, ভরসা করতে চাইছি না। একটু ভালোবাসা পাওয়ার লোভে এ দরজা, ও দরজায় হাত পাততে চাইছি না।* *আপাতত দূরত্ব চাইছি। অনুভূতি আর মানুষের থেকে*
❤️ 👍 😢 🖤 👏 💔 🙂‍↔ 🫠 48

Comments