
Kalyan's Diary
January 27, 2025 at 12:55 PM
*দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স*
২৭/০১/২০২৫
1. শ্রী দুভূর নাগেশ্বর রেড্ডি কোন ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার পেলেন - চিকিৎসা ক্ষেত্রে।
2. শিল্প ক্ষেত্রে ওসামু সুজুকি কি পুরস্কার পেলেন - পদ্মবিভূষণ।
3. highest human pyramid স্টান করে বিশ্ব রেকর্ড করলো কোন ভারতীয় সংস্থা - ভারতীয় আর্মি।
4. ২৬ শে জানুয়ারি ২০২৫ কততম প্রজাতন্ত্র দিবস পালিত হল - ৭৬ তম।
5. ওয়ার্ল্ড ডেটা ল্যাবের রিপোর্ট অনুসারে, ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী ব্যবহারে ভারতের অংশ কত হবে - ১৬%।
6. সম্প্রতি রিলায়েন্স পাওয়ারের এমডি এবং সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে - নীরজ পারেখ।
7. বিশ্ব বইমেলা 2025 কোথায় আয়োজিত হবে - নয়াদিল্লি।
8. কোন দেশ 2025 সালের দাবা বিশ্বকাপ আয়োজন করবে - ভারত।
9. আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব'-এর ১১তম সংস্করণ সম্প্রতি কোথায় শুরু হয়েছে - কলকাতা।
👍
3