
Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
January 18, 2025 at 07:53 PM
৮ ই আগস্ট রাতে হয়ে যাওয়া একটা নারকীয় প্রতিষ্ঠানিক হত্যা কান্ড অভয়ার , অভয়ার বিচার ছিনিয়ে আনার লড়াই এ আমরা জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিলাম,যার সাথী হয়েছিলেন আপামর সাধারণ মানুষ। তার সাথে আমাদের ছিল সাধারণ মানুষ এর কাছে উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার অদম্য প্রচেষ্টা ।
তাই আমরা কিছু দিনের কর্ম বিরতির পর ফিরে গেছিলাম মানব সেবার ব্রত পালনে।
সেই কাজ করাতে করতে ৮ ই জানুয়ারি, ২০২৫ মেদিনীপুর মেডিক্যাল কলেজ এর জুনিয়র ডাক্তার দের ওপর এ নেমে এলো প্রশাসনিক আঘাত।
সরকার কর্তৃক অনুমোদিত দূষিত আইভি ফ্লুইড এর নিষ্ঠুর পরিণতির শিকার হলেন ৫ জন অন্তঃসত্ত্বা মা , একজন প্রাণ হারালেন আর প্রশাসনিক ব্যর্থতার শিকার হলেন ৭ জন জুনিয়র ডাক্তার।
আর সরকার নিজের পিঠ বাঁচাতে নামলো কোমর বেঁধে ।
ওই দিন রাতে কর্তব্য পরায়ন ভাবে কর্মরত জুনিয়র ডাক্তার দের ওপর নেমে আসলো অবিচারের অভিশাপ । নিজের ডিউটি থেকে তাদের করা হলো অপমান ৭ জনকে অপসারণ ও দেওয়া হলো অনিচ্ছা কৃত খুনের মামলা চালানোর হুমকি।
এই পরিস্থিতি তে আমরা জুনিয়র ডাক্তার দের প্রতিবাদ ছাড়া রইলনা আর কোনো পথ।
তাই বিচার চেয়ে অবস্থান বিক্ষোভে মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা!
👍
✊
❤️
😢
💔
😔
😮
🙏
24