Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
Voice of 𝗗𝗼𝗰𝘁𝗼𝗿𝘀 ᴹᵃⁱⁿ
January 30, 2025 at 02:49 AM
*জনতার মতামত* একটা গোটা ব্যবস্থা দেখিয়ে দিলো - 👉কীভাবে প্রজন্মের পর প্রজন্মকে শিক্ষিত বেকার রাখা যায়! 👉কীভাবে সাধারণ মানুষের মধ্যে জাল ওষুধ ছড়িয়ে পরে এবং তার দায় চিকিৎসকেদের উপর ফেলে দেওয়া যায়! 👉কীভাবে কর্তব্যরত এক চিকিৎসক ধর্ষণ এবং খুন হবার পরেও প্রশাসনিক মদতে সেই প্রতিষ্ঠানিক অপরাধ প্রাধান্য পায়! প্রমাণ লোপাটকারীরা আড়ালে থেকে যায়! 👉কীভাবে সমাজের সর্বক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থার বাসা তৈরী করা যায়! সর্বপরী দেখিয়ে দিলো, ন্যায় - অন্যায়, সত্য - অসত্য, ঠিক - ভুলের উর্দ্ধে রাজনীতি! সেটিং! বর্তমান সমাজে *শিক্ষা - স্বাস্থ্য - সুরক্ষা - নিয়োগের* রাজনীতির ভীষন ভাবে প্রয়োজন। সেই উপলক্ষ্যে - আমাদের প্রয়াস *জনতার মতামত* _*জানান আপনার মতামত কী?*_ https://cholopaltai.in Source: https://whatsapp.com/channel/0029Van8iR9Ae5Vvo228Oc3C/192
👍 ❤️ 😢 😮 27

Comments