শিল্পের আঙিনা ❤️
January 18, 2025 at 09:06 AM
মা ছাড়া এই জীবন শূন্য, সবই যেন ফাঁকা ফাঁকা, তোমার ছায়ায় ছিলাম আমি, তোমার স্নেহে মাখা মাখা । তোমার কোলে ছিল যে সুখ, আর কোথাও নেই, তুমি ছাড়া জীবনের পথে হারাই অনেকেই। তোমার ডাকে জাগে মনে শত আশার গান, তোমার মুখে মেলে আমি জীবনের মান। মা, তুমি তো স্বর্গের দ্বার, ভালোবাসার ছায়া, তুমি ছাড়া বাকি জীবন যেন শুধুই মায়া। কলমে এবং সম্পাদনায় : Suprobhat Bhattacharyya ✍️ . . . . . . . . #শিল্পের আঙিনা ❤️
❤️ 5

Comments