মেঘ বৃষ্টি রোদ
February 1, 2025 at 02:06 AM
দৈনিক আবহাওয়া বার্তা ::-
*০১ ফেব্রুয়ারী, ২০২৫; শনিবার*
*১৮ মাঘ, ১৪৩১; শুক্ল তৃতীয়া*
সূর্যোদয় - সকাল ৬ টা ১৫ মিনিট
সূর্যাস্ত - বিকাল ৫ টা ২৪ মিনিট
জোয়ার : রাত ৩.১৪ ও দুপুর ৩.৩৪ মিনিট
ভাটা : সকাল ১০.৪৪ ও রাত ১০.৫৬ মিনিট
গত কয়েকদিনের মতো আজও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আংশিক থেকে প্রধাণত মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় স্যাঁতসেঁতে ভাব বজায় থাকবে।
*আজ রাজ্যের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা জারি নেই।*
কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে *২৮° ও ১৯°* সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
👍
❤️
😢
🙏
34