শিল্পের আঙিনা ❤️
January 19, 2025 at 02:02 PM
তোমার হাসি যেন ভোরের আলো, মনের আকাশে জ্বলে নতুন ভালো। তোমার স্পর্শে জীবনের গান, তুমি যে আমার হৃদয়ের প্রাণ। চোখে চোখে স্বপ্ন গাঁথা, প্রেমের পথে হাতে হাত রাখা। তোমায় পেলে পূর্ণ এই প্রাণ, তুমি যে আমার জীবনের মান। . . . . কলমে এবং সম্পাদনায় : দিসু ( আমি ) ✍️
❤️ ❣️ 4

Comments