মেঘ বৃষ্টি রোদ
February 7, 2025 at 04:09 AM
দৈনিক আবহাওয়া বার্তা ::- *০৭ ফেব্রুয়ারী, ২০২৫; শুক্রবার* *২৪ মাঘ, ১৪৩১; শুক্ল দশমী* সূর্যোদয় - সকাল ৬ টা ১৩ মিনিট সূর্যাস্ত - বিকাল ৫ টা ২৮ মিনিট জোয়ার : সকাল ৮.৫৬ ও রাত ৯.৫৮ মিনিট ভাটা : রাত ২.৫৭ ও দুপুর ৩.১৬ মিনিট *আজ সকাল থেকেই রাজ্য জুড়ে রৌদ্রজ্জ্বল ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। সারাদিন আবহাওয়ার এই পরিস্থিতি বজায় থাকবে, আজও বৃষ্টির সম্ভাবনা নেই।* *এই মুহূর্তে রাজ্যের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কবার্তা জারি নেই।* কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে *২৮° ও ১৩°* সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
👍 ❤️ 😮 11

Comments