শিল্পের আঙিনা ❤️
January 29, 2025 at 12:58 PM
নেশার ভালোবাসা ♥️
ভালোবাসা মানে অদ্ভুত একটা নেশা,
চোখে বসন্ত, হৃদয়ে কেশর রেশা।
আকাশটা লাগে তুলোর মতো হালকা,
স্বপ্নেরা গায় সুর, মন দোলে তালকা।
ভালোবাসা মানে সন্ধ্যার রঙিন আলো,
তোমার স্পর্শে মেঘে মেঘে ঝরে ভালো।
অভিমান, হাসি, বৃষ্টি আর দুষ্টুমি,
তোমার নামেই কবিতার কাব্যগুণে গুণী।
ভালোবাসা মানে হাতের আঙুলের ছোঁয়া,
আকাশের তারা, চাঁদের আলোয় বোয়া।
অকারণে খুঁজে যাওয়া এক চিলতে সুখ,
তোমার চোখে হারিয়ে ফেলা শত দুখ।
ভালোবাসা মানে সময় থমকে যাওয়া,
তোমার কণ্ঠে পৃথিবী সাজানো গাওয়া।
তুমি আছো বলেই সকালটা রঙিন,
ভালোবাসা মানে—তোমার প্রতি অগাধ বিলীন।
কলমে : Suprobhat Bhattacharyya ✍️
❤️
3