শিল্পের আঙিনা ❤️
February 16, 2025 at 10:23 AM
ভালোবাসার ব্যথা ❤‍🩹 হাজার ব্যথা, হাজার কষ্ট, তবু কেনো মনটা নষ্ট? চলে যেতে পারি সহজেই, তবু থাকি, তোমার মাঝেই। অভিমানেও চোখটা ভেজে, তোমার স্পর্শ মনে যে রেজে, দূরে গিয়েও কাছে আসি, ভালোবাসার বাঁধনে আমি ফাঁসি। কষ্ট পেলেও হাসতে জানি, তোমার নামেই রাতটা মানি, ভালোবাসা কী আর ছাড়তে পারি? না গো, তা তো হয় না আমার প্রিয় নারী… । কলমে : Suprobhat Bhattacharyya ( এই অধম ) ✍️
❤️ 👍 2

Comments