সবুজ বার্তা
January 23, 2025 at 05:46 AM
শুরুর দিন থেকে বলে আসছি RG Kar জুনিয়র ডাক্তার দের আন্দোলন এর পিছনে মাওবাদী ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ বিরোধী সংস্থার যোগ আছে ! না হাত গুনে বলি নি বা গপ্পো ও ফাঁদা হয় নি ! আমাদের সূত্র মারফত ঝাড়খণ্ড ও বর্ডার অঞ্চলের কয়েকটা account ডিটেইলস হাতে আসার পরেই বলেছিলাম ! আজকে তমাল সাহা সহ আরও কিছু সাংবাদিক আরো বিস্তারিত তথ্য প্রকাশ করছে ! আবারও বলছি বাংলাদেশে আওয়ামী লীগ বা কোনও গণতান্ত্রিক সরকার থাকলে জুনিয়র ডাক্তার দের আন্দোলন হত না! করার সুযোগ পেত না ! কেন্দ্র ও রাজ্য সরকার এবার atleast WBJDF এর বিরুদ্ধে তদন্ত করুক ! এত বড় একটা Conspiracy এই ভাবে ছেড়ে দিলে ভবিষ্যতে আরো বড় সমস্যা হবে ! বলতে কোনও দ্বিধা নেই কয়েকজন জুনিয়র ডক্টর ও সিনিয়ার ডাক্তার রা আছে যারা এতটাই ruthless যে সুযোগ পেলে বাংলায় ২৬/১১ র মতো ঘটনা ঘটাতে দুইবার ভাবাবে না ! NIA ED CID WBP সবাই বিষয় টা একটু গুরুত্ব দিক দেশের অভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থে ! https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
👍 ❤️ 💙 💚 💜 😂 😢 😮 🙏 34

Comments