সবুজ বার্তা
February 5, 2025 at 02:37 PM
বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বড় ঘোষণা দেশের এক নম্বর শিল্পপতি রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি:
🔶 পূর্ব ভারতের প্রথম দীঘা কেবেল ল্যান্ডিং স্টেশনের যেটি রিলায়েন্স জিও তৈরি করছে খুলবে আগামী বছরের প্রথমে।
🔶 নিউ টাউনে রিলায়েন্স জিও AI Ready ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে আগামী ৯ মাসের মধ্যে।
🔶রিলায়েন্স রিটেল আগামী ৩ বছরের মধ্যে বাংলায় ৪০০ টি নতুন স্টোর খুলতে চলেছে। (২.২ মিলিয়ন স্কোয়ার ফিট)
🔶 বাংলার শিল্পীদের কাজ কে বিশ্ব দরবারে তুলে ধরতে রিলায়েন্স তৈরি করেছে একটি প্ল্যাটফর্ম - স্বদেশ
🔶 নতুন গ্রিন এনার্জি তে বাংলায় বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স , তৈরি হবে সোলার বাংলা, সোনার বাংলা।
🔶 কালীঘাট মন্দির আধুনিকরণে রাজ্য সরকারের সাথে যৌথ উদ্যোগে কাজ করেছে রিলায়েন্স ফাউন্ডেশন।
২০১৬ সালে রিলায়েন্সের বাংলায় বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২০০০ কোটি, সেটি এখন বেড়ে হয়েছে ৫০০০০ কোটি।
আগামী ৫ বছরের মধ্যে এই সংখ্যা আরো দ্বিগুণ হবে।
#reliancegroup #mukeshambani
#bgbs2025
#bengalmeansbusiness
https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
❤️
👍
💚
🙏
❓
💙
12