Mamata Banerjee
February 27, 2025 at 01:04 PM
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে উপস্থিত নেতৃত্ববৃন্দ এবং রাজ্যের আপামোর মা-মাটি-মানুষের শুভাকাঙ্ক্ষীদের বসন্তের প্রাণবন্ত শুভেছা জানাই। আমাদের দল ৩৪ বছরের সিপিএমের লাল দুর্গ ভেঙেছে, এই বাংলায় মা-মাটি-মানুষের সবুজ পতাকা উড়ছে। আপনারা সেই দলের সারথি। ছাব্বিশের নির্বাচন এগিয়ে আসছে, সেই দিকেই নজর দিতে আজকের এই বিশেষ সভার আয়োজন করা হয়। বর্তমান সময়ে দলের ভাবমূর্তি নষ্ট করতে তৎপর হয়ে উঠেছে ধর্ম-হননকারী বিজেপি দল। আমি মনে করি, তৃণমূল কংগ্রেস দলের নেতা-কর্মী, সদস্য, সমর্থক একসঙ্গে নিয়ে এগিয়ে চলে। এক সুরের বন্ধনে আবদ্ধ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমরা একটি ঐক্যবদ্ধ পরিবার। তাই আগামী দিনে আরও সজাগ হতে হবে আপনাদের। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আদর্শ নিয়ে কাজ করে। রাজনীতির মধ্যে দিয়ে সেবা করার পথ দেখায়। নিজের প্রতি বিশ্বাস ভরসা রাখুন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থে বাংলার ভাবমূর্তি নষ্ট করতে ব্যাকুল বিজেপি। তাই আপনাদের বলতে চাই, বিরোধী দলের প্ররোচনা থেকে দূরে থাকুন। কাজে মনোযোগ দিন। বিজেপির ভোটার কার্ডের কারচুপি থেকে শুরু করে যে কোনও অপপ্রচারের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়া যাবে না। কুচক্রীদের সঙ্গে, অপশক্তির বিরুদ্ধে লড়তে, একজোট বেঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে।
জয় হিন্দ, জয় বাংলা, বন্দেমাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
❤️
🙏
💚
👍
👏
💙
😂
😮
🌹
👎
227