
Kalyan's Diary
February 28, 2025 at 04:28 AM
`*দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স*`
*২৮/০২/২০২৫*
1. কোন দেশকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পাসপোর্ট ঘোষণা করা হয়েছে?
→মেক্সিকো।
2. কোন দেশ 'চায়না স্যাট-১০আর' উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে?
→ চীন।
3. গ্রিন ট্রানজিশন অ্যালায়েন্স ইন্ডিয়া (GTAI) কোথায় চালু হয়েছিল?
→ডেনমার্ক।
4. কোন শহরকে সপ্তমবারের মতো ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ঘোষণা করা হয়েছে?
→ইন্দোর।
5. সম্প্রতি কোন রাজ্য সরকার সৌরশক্তি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সাথে সৌর প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? →মধ্যপ্রদেশ।
6. International Conference on Carbon Markets কোথায় অনুষ্ঠিত হবে?
→নতুন দিল্লি।
7. International Radiobiology Conference on Space radiation কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
→নতুন দিল্লি।
8. চাঁদের জল পরীক্ষায় Lunar Trailblazer Satellite লঞ্চ করল কোন সংস্থা?
→ নাসা।
9. Ratan Tata Endowment Foundation-এর চেয়ারম্যান কে হলেন?
→ N. Chandrasekaran
👍
3