
VISION ACADEMY BANGLA
February 28, 2025 at 05:34 AM
*❇️ 28th February*
National Science Day
*জাতীয় বিজ্ঞান দিবস*
📮 Theme25 : *“Empowering Indian Youth for Global Leadership in Science & lnnovation for Viksit Bharat"*
💥 ১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারিতে প্রখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামন আবিষ্কার করেছিলেন 'রামন এফেক্ট'-এর। তাঁর এই আবিষ্কারের জন্য ১৯৩০ সালে তিনি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
💥 তাই আজকের দিনটিকে স্বরনীয় করতে রাখতে আজকের দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) হিসাবে পালন করা হয়।
💥 সারা দেশের মানুষ অনুষ্ঠান, বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে। দেশের মানুষদের বিশেষ করে তরুণদের বিজ্ঞানের গুরত্ব বোঝানো এবং আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার সমন্ধে আরো সচেতন করে তোলাই আজকের দিনের উদ্দেশ্য।
