সবুজ বার্তা
February 18, 2025 at 06:57 PM
*শুভেন্দু অধিকারি আপনি ভুল পথ ধরেছেন* ব্যাস । আর চিন্তা নেই। লাইনে এসে গেছে বিজেপি। ২০২৬ এ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ২৫০ বিধায়ক নিয়ে চতুর্থবার ক্ষমতায় আসছে নিশ্চিত। চিন্তায় ছিলাম, বিজেপি কিছু উন্নয়ন করুক না করুক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বাংলার উন্নয়নের কথা বলে নির্বাচনে নামতো তাহলে উচ্চাশায় থাকা কিছু বাঙালি "দেখিই না একবার ওদের চান্স দিয়ে " এমন মনোভাব নিয়ে ভোট দিলে তৃণমূলের ২৫০ সিট পাওয়া কঠিন ছিল। ২১৫ থেকে ২২০ তে থেমে যেতো । বাংলা বরাবর রাজনৈতিক সচেতন রাজ্য। সরকার পাল্টায় অনেক ভেবেচিন্তে। এখানে জাত পাত ধর্মের ওপর ভিত্তি করে ভোট হয়না। তবে বিজেপি ২০১৪ এর পর থেকে শুধু ধর্মের কথা বলে প্রধান বিরোধীদল হল কি করে ? কোনও রাজনৈতিক বিশ্লেষক না হয়েও বলা যায় ২০১১ র পর থেকে ২০১৬, ২০২১ এর নির্বাচনেও তৃণমূলের গড় ভোট প্রাপ্তির হার বেড়েছে। ২০২১ শে তৃণমূল ৪৭ % ভোট পেয়েছে। বিজেপি প্রায় ৪০ %। ২০১৬ য় যারা ছিল ১৭ %। এত বড় উথান কিভাবে ? সব হিন্দু ভোট ? ২০১৬ তে সিপিএম- কংগ্রেসের যৌথ ভোট ছিল ৩৬ %। ২০২১ শে সিপিএম- কংগ্রেসের ভোট কমে ১২ %। পরিস্কার ২২ % ভোট চলে গেছে বিজেপির ঘরে। ২০১১ থেকে যত ভোট সব ভোটে ইস্যু ছিল ' দুর্নীতি '। মানুষ বুঝে নিলো যতটা না ঘটনা তার থেকে বেশী কুৎসা আর বিজেপি বামেদের যৌথ কুৎসা। প্রমাণের অভাবে একে একে তৃণমূলের কিছু নেতা মন্ত্রী জামিনে মুক্ত। ফল সিপিএম কংগ্রেস শূন্য , এদিকে বাম-কংগ্রেসের সেটিং এ বিজেপি প্রধান বিরোধীদল। আজ বিধানসভায় যা হল তাতে পরিস্কার বিজেপি ২০২৬ এ বাংলার নির্বাচনে হিন্দুত্বের জিগির তুলবে, মুসলমানদের গালাগাল করবে আর মমতা বন্দ্যোপাধ্যায় কে হিন্দু বিরোধী বলে দাগিয়ে দেবে। এখন প্রশ্ন বাংলার অধিকাংশ হিন্দুরা কি বিজেপির কাজ কে সমর্থন করে ? এক কথায় বলা যায় না। তাই যদি হবে ২০২৬ এর নির্বাচনের দিকে তাকিয়ে দিল্লির নেতাদের এনে হৈ হৈ করে সংগঠন তৈরি করতে গিয়ে সদস্য খুঁজে পাচ্ছে না কেন ? টার্গেট বেঁধে দিলেও সদস্য সংগ্রহের ধারে কাছে নেই কেন ? বাংলার ৮০ হাজার বুথের মধ্যে ৬০ হাজার বুথে বিজেপি বুথ কমিটি করতে লোক খুঁজে পাচ্ছেনা কেন ? বাংলার হিন্দু ভোটের ৩৮% ভোট পায় বিজেপি, বাকি সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট তৃণমূলের দিকে চলে যায় এটাতো ভোটের ফলাফলে পরিস্কার। তাহলে হিন্দু হিন্দু করে শুভেন্দু অধিকারির এই যে আস্ফালন ২০২৬ এর ভোটে বিজেপিকে আরও বিপদে ফেলবে শুভেন্দু বিরোধী বিজেপির নেতারা এখন থেকেই বলতে শুরু করেছেন। গত কয়েক বছরের ভোট বিশ্লেষণ করলে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কে বিরোধীদল যত গালাগাল করছে বাংলার মানুষ ভাল ভাবে নেয়নি। বাংলার মানুষ বিশ্বাস করে সব রাজনৈতিক দলেই কিছু দুর্নীতিপরায়ণ মানুষ থাকে, কিন্তু মিথ্যার ওপর ভিত্তি করে কোনও প্রমাণ ছাড়া একটা নির্দিষ্ট দলকে আক্রমণ করলে মানুষ ভাল ভাবে নিচ্ছেনা। সাধারণ মানুষের মতো সব রাজনৈতিক দল বিশ্বাস করে গত ১৪ বছরে ক্ষমতায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অনেক উন্নতি করেছেন। পরিবর্তন চোখে পড়ছে বাইরে থেকে আসা মানুষের। এই সাফল্য বিজেপি শুধু হিন্দুত্ব দিয়ে আটকাতে পারবে ? শুভেন্দু অধিকারি আপনি ভুল পথ ধরেছেন । https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
Image from সবুজ বার্তা: *শুভেন্দু অধিকারি আপনি ভুল পথ ধরেছেন*   ব্যাস । আর চিন্তা নেই। লাইনে এ...
👍 ❤️ 💚 😂 🙏 😢 😮 32

Comments