সবুজ বার্তা
February 19, 2025 at 02:46 PM
সিপিএম এবং বিজেপি প্রচার চালায় যে বাংলায় বলে কাজ নেই। তাই বাংলা থেকে সবাই কাজের খোঁজে অন্য রাজ্যে চলে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য উল্টো কথা বলছে। কাজের খোঁজে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার পরিসংখ্যানে প্রথম ৩০টি Origin State এর মধ্যে বাংলা নেই। উল্টে দেখা যাচ্ছে বিহার থেকে বাংলায় ১১ লক্ষের বেশি মানুষ এসেছে। বিরোধীদের মিথ্যাচারের এই মুখোশ খুলে দিন। https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
Image from সবুজ বার্তা: সিপিএম এবং বিজেপি প্রচার চালায় যে বাংলায় বলে কাজ নেই। তাই বাংলা থেকে...
👍 ❤️ 🙏 😂 18

Comments