সবুজ বার্তা
February 20, 2025 at 09:27 AM
ভুবনেশ্বরের KIIT কলেজে পড়াশোনা করতে নেপাল থেকে এসেছিল এক ছাত্রী। তাকে প্রেমে ফাঁসায় উত্তর প্রদেশের এক বিজেপি নেতার ছেলে অদ্ভিক শ্রীবাস্তব। তারপর মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক গড়ে, তার কিছু গোপন ছবি তুলে বাইরে ছেড়ে দেয় ও ব্ল্যাকমেল করতে থাকে ছেলেটি। মেয়েটি তারপর বাধ্য হয় হোস্টেল রুমের ভেতর আত্মহত্যা করতে। কিন্তু এরপর কলেজ অথরিটি বিজেপি নেতার ছেলেটি বাঁচানোর জন্য প্রথমে ওকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর আত্মহত্যার সমস্ত প্রমাণ মুছে ফেলে। তারপর কলেজে আন্দোলনরত সমস্ত নেপালি ছাত্র ছাত্রীদের অপমান করে মারধর করে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়। নেপালের প্রধানমন্ত্রী বাধ্য হয় হস্তক্ষেপ করে সেই ছাত্র ছাত্রীদের উদ্ধার করতে। ঘটনাটি আমাদের দেশের জন্য কতটা লজ্জাজনক। নেপালের মতো আমাদের বন্ধু রাষ্ট্রের সাথেও শত্রুতা তৈরি করা হলো শুধু একটি ক্রিমিনাল বিজেপি নেতার ছেলে কে বাঁচাতে। https://whatsapp.com/channel/0029Va8YVd2GOj9rEfHO3d2Q
👍 😢 ❤️ 11

Comments