
Anirban Chakraborty
February 12, 2025 at 05:18 PM
*আশা ছিল এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অঙ্কের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হবে। কিন্তু মাত্র ৪% বর্ধিত হারে ডিএ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা।*
*কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এখনও ৩৫% এর ফারাক রয়ে গেলো। বঞ্চনার অধ্যায় এই সরকারের আমলে শেষ হওয়ার কোনো আশাই দেখতে পাওয়া যাচ্ছে না।*
*পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচরীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান, অথচ অন্যান্য রাজ্য বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি কর্মচারীরা ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে সপ্তম বেতন কমিশনের বেতনক্রম অনুযায়ী বেতন পান। কেন্দ্রীয় সরকারও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে।*
*গত ১০ বছর ধরে সরকারি কর্মচারীরা এমনিতেই অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের থেকে বেতন কম পাচ্ছেন। সরকারি কর্মচারীদের সামান্য এই ৪% মহার্ঘ ভাতার বৃদ্ধি বেশির ভাগ কর্মচারীদের কোনো উপকারেই লাগবে না।*
*মমতা ব্যানার্জী গত এক দশক ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রেখেছেন, তাই এই সামান্য ৪% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারীদের বিভ্রান্ত করার একটা কৌশল মাত্র যাতে সরকারি কর্মচারীরা বিভ্রান্ত হোন ও ন্যায্য দাবি করতে না পারেন।*
*মমতা ব্যানার্জীর সরকার আসলে এই অন্তঃসারশূন্য বাজেটে সরকারি কর্মচারীদের সাথে আবারো প্রতারণা করেছেন, তাদের বঞ্চিত করেছেন।*
