
Bigyan.org.in (বিজ্ঞান)
February 1, 2025 at 04:09 AM
এবার বাংলা ভাষায় ম্যাক্স-এর অ্যাডভেঞ্চার! কলকাতা বইমেলাতে ‘এনট্রপির ভয় বনাম খুদে দানব ম্যাক্স’ বইটা Jadavpur University Press / যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা-র স্টলে খোঁজ করুন। বইটি বাংলা অনুবাদে সাহায্য করেছে 'বিজ্ঞান'-এর সহ প্রতিষ্ঠাতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এই বইটির সাথে যুক্ত থাকতে পেরে bigyan.org.in অত্যন্ত আনন্দিত! ম্যাক্স-এর অ্যাডভেঞ্চার পড়তে পড়তে এরকমই মজাচ্ছলে থার্মোডায়নামিক্স বা তাপগতিবিদ্যার বিভিন্ন ধারণা চট করে বোঝা যাবে। বইমেলাতে পাওয়া যাবে ‘যাদবপুর ইউনিভার্সিটি প্রেস’-এর স্টলে (স্টল নং ৩৫৬-এ, ৬ নম্বর গেট-এর কাছে)।
❤️
👍
5