Solution Wbbse
February 11, 2025 at 02:44 PM
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ✨
১. 🎶 চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর থিম সং: জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর থিম সং 'জিতো বাজি খেল কে' গেয়েছেন। 🏆
২. 🔥 পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের ডিরেক্টর: সাগর সিং কালসিকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ⛽
৩. 🚩 কর্ণাটককে 'নকশালমুক্ত' ঘোষণা: সম্প্রতি কর্ণাটক রাজ্যকে নকশালবাদ থেকে মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। 🕊️
৪. ⚖️ বিচার বিভাগে পরিচালক: IDAS অফিসার মিসেস মনিকা রানীকে বিচার বিভাগে নতুন পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়েছে। 👩⚖️
৫. 💼 Global Bengal Business Global Summit: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অষ্টম গ্লোবাল বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের উদ্বোধন করেছেন। 🌟
৬. 🇨🇳➡️🇵🇦 চীনের Belt and Road Initiative থেকে পানামার প্রস্থান: পানামা লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে এসেছে। 🚪
৭. 🐨 বিশ্বের প্রথম ক্যাঙ্গারু ভ্রূণ: অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) পদ্ধতির মাধ্যমে বিশ্বের প্রথম ক্যাঙ্গারু ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়েছেন। 🔬
৮. 🚀 চীনের Chang'e-8 Lunar Mission-এ পাকিস্তান: পাকিস্তান চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের জন্য চীনের Chang'e-8 Lunar Mission-এ অংশগ্রহণ করেছে। 🌙
৯. 🏏 মার্কাস স্টোইনিসের অবসর: অস্ট্রেলিয়ার ক্রিকেটার মার্কাস স্টোইনিস সম্প্রতি ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। 👋
১০. 🏘️ ওড়িশা সরকারের 'Bikashita Gaon' প্রকল্প: ওড়িশা সরকার গ্রামীণ উন্নয়নের জন্য 'বিকশিত গাঁও' নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। 🌱
👍
1