
Solution Wbbse
February 15, 2025 at 02:53 PM
দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স ✨
১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ 💖
১. এইমস্ (AIIMS), নিউ দিল্লি-তে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য চিকিৎসা কেন্দ্র 'সৃজনম' (Srjanam) এর উদ্বোধন করেছেন। ♻️🔬
২. দুর্নীতি ধারণা সূচক ২০২৪ (Corruption Perceptions Index 2024)-এ ভারতের স্থান ৯৬তম। 🤔🇮🇳
৩. ২০২৭ সালে মেঘালয়ে ৩৯তম জাতীয় ক্রীড়া অনুষ্ঠিত হবে। 🏅🏞️
৪. বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ৪,০০০ রান করা প্রথম ভারতীয় ব্যাটার হলেন। 🏏🇮🇳👑
৫. সেবি (SEBI) বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় বা দাবিহীন মিউচুয়াল ফান্ড ফোলিওগুলি খুঁজে পেতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য 'মিত্র' (MITRA) নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। 💰🤝💻
৬. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025)-এর ইভেন্ট অ্যাম্বাসেডর হিসাবে প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে নিযুক্ত করা হয়েছে। 🏆🌟🇮🇳
৭. কনস্ট্যান্টাইন টাসৌলাস গ্রিসের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। 🏛️🇬🇷
৮. সম্প্রতি আজমির মিউনিসিপ্যাল কর্পোরেশন রাজস্থানের ফয় সাগর হ্রদের নাম পরিবর্তন করে বরুণ সাগর হ্রদ করেছে। 💧➡️🏞️
৯. দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়া প্রথম মহিলা ক্রিকেটার হলেন বাংলাদেশের সোহেলী আক্তার। 😔🏏🇧🇩
১০. জাস্টিন হোটার্ড নকিয়ার পরবর্তী প্রেসিডেন্ট এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন। 📱💼
👍
2