
Solution Wbbse
February 22, 2025 at 03:06 PM
## দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ ✨
1. **আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:** ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 🌍 এ বছরের থিম হলো - "Languages Matter: Silver Jubilee Celebration of International Mother Language Day"। 🗣️
2. **ভারতের নির্বাচন কমিশনার:** হরিয়ানার প্রাক্তন মুখ্য সচিব বিবেক জোশী সম্প্রতি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 🇮🇳💼
3. **OPEC+ গ্রুপে ব্রাজিল:** ব্রাজিল শীঘ্রই OPEC+ গ্রুপে যোগদান করতে চলেছে। 🇧🇷🤝
4. **ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি:** শ্রীকান্তন মৃত্যুঞ্জয় ব্যয় বিভাগের ডেপুটি সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। 💰💼
5. **G-SAFAL উদ্যোগ:** গুজরাট সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য G-SAFAL উদ্যোগ চালু করেছে। 👩💼🇮🇳
6. **২৩তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ:** চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ২৩তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। 🏆🏅
7. **গ্রাভেহক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম:** যুক্তরাজ্য গ্রাভেহক হাইব্রিড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরি করেছে। 🚀🇬🇧
8. **বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম:** বাংলাদেশের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জাতীয় স্টেডিয়াম রাখা হয়েছে। 🏟️🇧🇩
9. **ভারতের পাখি গণনা:** পশ্চিমবঙ্গ তৃতীয়বারের মতো ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষস্থান দখল করেছে। 🐦🇮🇳
10. **২০২৫ BAFTA অ্যাওয়ার্ডস:** "কনক্লেভ" চলচ্চিত্রটি ২০২৫ BAFTA অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। 🎬🏆
👍
1