Mariners' Arena – মেরিনার্স এরিনা
Mariners' Arena – মেরিনার্স এরিনা
February 10, 2025 at 11:08 AM
আরো একটা দিন। আরো একটা ডার্বি জয়। RFDL-এর জোনাল রাউন্ডে টঙসিনের গোলে জয়ী মোহনবাগান। গোল হওয়ার দুই মিনিটের মধ্যে রাজ বাসফোরের বুকে বল লাগলে ইস্টবেঙ্গলেরকে পেনাল্টি দেন রেফারি। তাহলে কি ড: গোয়েঙ্কা ইস্টবেঙ্গলের জন্য রেফারি কিনে নিয়েছিলেন? যাইহোক, সেই পেনাল্টি বাইরে মারেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। অতএব, যারা পেনাল্টি নিয়ে কান্নাকাটি করে তারা মোহনবাগানের বিরুদ্ধে শেষ দুটো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ।
Image from Mariners' Arena – মেরিনার্স এরিনা: আরো একটা দিন। আরো একটা ডার্বি জয়। RFDL-এর জোনাল রাউন্ডে টঙসিনের গোলে ...
❤️ 👍 2

Comments