
Mariners' Arena – মেরিনার্স এরিনা
February 10, 2025 at 11:08 AM
আরো একটা দিন। আরো একটা ডার্বি জয়। RFDL-এর জোনাল রাউন্ডে টঙসিনের গোলে জয়ী মোহনবাগান।
গোল হওয়ার দুই মিনিটের মধ্যে রাজ বাসফোরের বুকে বল লাগলে ইস্টবেঙ্গলেরকে পেনাল্টি দেন রেফারি। তাহলে কি ড: গোয়েঙ্কা ইস্টবেঙ্গলের জন্য রেফারি কিনে নিয়েছিলেন?
যাইহোক, সেই পেনাল্টি বাইরে মারেন ইস্টবেঙ্গলের জোসেফ জাস্টিন। অতএব, যারা পেনাল্টি নিয়ে কান্নাকাটি করে তারা মোহনবাগানের বিরুদ্ধে শেষ দুটো পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ।

❤️
👍
2