
ব্রেকিং
February 28, 2025 at 12:31 PM
বৈষম্যহীন, গণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই : মুগ্ধর বাবা
তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা। এককভাবে বা ছোট ছোট দল নিয়ে সেখানে যাচ্ছেন তারা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম পাশের তৈরি মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের নাম। সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মীর মুগ্ধর বাবা।
শহীদ মীর মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সমাজে ন্যায়বিচার যেন প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সবাই যেন মানবিক হয়ে উঠে ও সবাই মিলেমিশে দেশের কাজ করে এবং একটি বৈষম্যহীন, গণমুখী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা চাই।’
