SOPAN Academy
SOPAN Academy
January 31, 2025 at 05:31 AM
⭕️ Important One-liners ⭕️ প্রতিদিন সকাল ১১ টা ⭕️ Join Telegram= https://t.me/SopanAcademy ⭕️ Download APP - SOPAN Academy ( https://play.google.com/store/apps/details?id=com.gxrabl.pmzajy ) Miscellaneous special 🌾বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন? উঃ তুর্কি। 🌾 হুমায়ুননামার রচয়িতা কে? উঃ গুলবদন বেগম। 🌾 হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? উঃ বৈরাম খাঁ। 🌾বিল্বগ্রামের যুদ্ধে শের খাঁ কাকে পরাজিত করেন? উঃ হুমায়ুনকে। 🌾শেরশাহের প্রকৃত নাম কী? উঃ ফরিদ খাঁ। 🌾 দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে? উঃ আদিল শাহ। 🌾শেরশাহের বিশ্বস্ত হিন্দু সেনাপতির নাম কী? উঃ ব্রহ্মজিৎ গৌড়। 🌾পাট্টা ও কবুলিয়ত কে প্রচলন করেন? উঃ শেরশাহ। 🌾‘তুজুক-ই-বাবর-ই’ আত্মজীবনী টি কে লেখেন? উঃ বাবর। 🌾সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাকব্যবস্থা কে চালু করেন? উঃ শেরশাহ। 🌾শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? উঃ সাসারামে। 🌾বিক্রমজিত উপাধি কে গ্রহণ করেন? উঃ হিমু। 🌾হলদিঘাটের যুদ্ধ আকবরের কার সাথে হয়েছিল? উঃ রাণা প্রতাপসিংহের। 🌾হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? উঃ মানসিংহ। 🌾দীন-ই-ইলাহী নামে এক ধর্মমত কে রচনা করেন? উঃ আকবর। 🌾দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উঃ বৈরাম খাঁ ও হিমু-র মধ্যে। 🌾নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? উঃ বৈরাম খাঁ। 🌾ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়? উঃ আকবর। 🌾ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? উঃ আকবর। 🌾তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? উঃ আকবর। 🌾আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? উঃ সেখ মুবারক। 🌾সুর সাগর এর রচয়িতা কে? উঃ সুরদাস। 🌾আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেছিলেন? উঃ বীরসিং বুন্দেলা। 🌾নুরজাহানের পূর্বনাম কী ছিল? উঃ মেহেরুন্নিসা। 🌾জাহাঙ্গীর কোন শিখ গুরু কে হত্যা করেছিলেন? উঃ গুরু অর্জুনকে। 🌾জাহাঙ্গীর আহাম্মদনগর বিজয়ের স্বরূপ কাকে ‘শাহজাহান’ উপাধি দান করেন? উঃ খুররম। 🌾শাহজাহান কত সালে সিংহাসনে আরোহন করেন? উঃ ১৬২৮ সালে। 🌾শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল? উঃ রাজমহল। 🌾শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশীর নাম কী? উঃ উইলিয়াম হকিন্স। 🌾 শাহজাহানের শিল্পসৃষ্টির এক অপূর্ব নিদর্শন কী? উঃ ময়ূর সিংহাসন। 🌾শাহজাহানের সর্বশ্রেষ্ট কীর্তি কী? উঃ তাজমহল। 🌾কার রাজত্বকালকে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? উঃ শাহজাহান-এর। 🌾দিল্লিতে কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ-দুর্গ লালকেল্লা নির্মাণ করেন? উঃ যমুনা। 🌾ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করে নিয়ে যায়? উঃ নাদিরশাহ। 🌾 নিজের পিতাকে বন্দী করে কে সিংহাসনে আরোহন করেছিলেন? উঃ ঔরঙ্গজেব। 🌾আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? উঃ ঔরঙ্গজেব। 🌾ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দী করেন? উঃ গুরু তেগবাহাদুর। 🌾মুসলমানরা কাকে জিন্দাপীর বলতো? উঃ ঔরঙ্গজেব। 🌾পুরন্দরের সন্ধি কাদের মধ্যে সাক্ষরিত হয়? উঃ ঔরঙ্গজেব ও শিবাজীর মধ্যে। 🌾 ঔরঙ্গজেব কাকে ‘পার্বত্য মুষিক’ বলে অভিহিত করেন? উঃ শিবাজীকে। 🌾ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের উপরে জিজিয়া কর আরোপ করেন? উঃ ১৬৭৯ সালে। 🌾শিবাজীর রাজধানী কোথায় ছিল? উঃ রায়গড়। 🌾শিবাজীর রাজ্যাভিষেক কবে হয়? উঃ ১৬৭৪ সালে। 🌾শিবাজী ‘বাঘ নখ’ দিয়ে কাকে হত্যা করেন? উঃ আফজল খাঁ-কে। 🌾কার শাসন ব্যবস্থায় ‘অষ্ট প্রধান’ নিয়ে একটি পরিষদ ছিল? উঃ শিবাজীর। 🌾 শিবাজীর শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কে কি বলা হত? উঃ পেশোয়া। 🌾পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? উঃ ১৭৬১ সালে। 🌾 দিল্লির সিংহাসনে মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন? উঃ দ্বিতীয় বাহাদুরশাহ।
❤️ 👍 5

Comments