BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
February 3, 2025 at 10:05 AM
মিরপুর চিড়িয়াখানার দৃশ্য। জ্যান্ত খরগোশটিকে চিড়িয়াখানার লোকেরা সাপের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে। সাপটি যেন জ্যান্ত খরগোশটিকে গিলে খায়। খরগোশটিকে নিতান্তই সাপের খাদ্য হিসেবে দেখা হচ্ছে। সাপকে দেওয়ার জন্য আর কি কোনও খাদ্য নেই চিড়িয়াখানায়?
শুনেছি খরগোশটি অভুক্ত অবস্থায় সাপের ভয়ে সিঁটিয়ে থেকেছে কয়েকদিন। একটি প্রাণীকে এভাবে ভীত সন্ত্রস্ত রাখার অধিকার চিড়িয়াখানার পরিচালকদের কে দিয়েছে? তারা তো জানি প্রাণীদের অধিকার সম্পর্কে সচেতন! জানি বাঘ সিংহকে মাংস দেওয়া হয় খেতে, তাদের খাদ্য প্রস্তুত করতে কোনও না কোনও প্রাণীকে হত্যা করতে হয়। সেই লাইভস্টক প্রাণীদের অন্তত বাঘ সিংহের খাঁচায় ঢুকিয়ে দিনের পর দিন ভয় দেখানো হয় না। চিড়িয়াখানা জিনিসটা আমার খুব অপছন্দ। এটি উঠে যাওয়া জরুরি। বন্য প্রাণীরা বনে চলে যাক, আর যারা মানুষের সঙ্গে লোকালয়ে বাস করতে অভ্যস্ত, তারা লোকালয়ে বাস করুক। মানুষ তাদের ভালবেসে বাড়ির সদস্য বানিয়ে নিক।।