BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
                                
                            
                            
                    
                                
                                
                                February 12, 2025 at 09:06 PM
                               
                            
                        
                            সবাই ফোকাস করে সফল হওয়ার জন্য কিন্তু কেউ ফোকাস করে না প্রসেসে অর্থাৎ আপনাকে কি কি ধাপ ফলো করে সফল হতে হবে সেখানে কেউ ফোকাস করছে না।
ব্যবসায় সবাইকে ব্যর্থ হতে হচ্ছে, কোটি টাকা ফান্ডিং নিয়েও তারা সফল হতে পারছে না কারণ কি? কারণ একটাই।
ব্যবসা বানানোর কাহিনীতে ফোকাস করছে, ব্যবসা কিভাবে বানাতে হয়? সেখানে ফোকাস করছে না। এর ছোট একটি উদাহরণ দেই আপনি পুরোপুরি বুঝতে পারবেন।
চায়ের দোকানে কয়েক বন্ধু মিলে গল্প করে, আমি আগামী ৬ মাসের মধ্যে অথবা ১ বছরের মধ্যে কোটি টাকার একটা ব্যবসা দাঁড় করাবো।
এটি হলো ব্যবসা তৈরি করার গল্প। যা সবাই করে, যার কারণে তারা ব্যর্থতার তালিকায় নাম লেখাচ্ছে।
আর যদি সত্যিকারের ব্যবসা তৈরি করছেন তিনি কিন্তু গল্প না করে সরাসরি ব্যবসা তৈরি করার জন্য ফোকাস করছেন আর সফল হয়ে যাচ্ছেন। তিনি ভুল করছেন সেখান থেকে সংশোধন করে পরের স্টেপে গিয়ে আবার কাজ করছেন আবারো হয়তোবা ভুল করতে পারেন কিন্তু তিনি সফল হচ্ছেন।
তাই ব্যবসা হোক অথবা জীবনের অন্য যে কোন লক্ষ্য হোক আপনাকে ফোকাস করতে হবে ধাপে, সফলতার গল্পে নয়।।
ধন্যবাদ!