BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
February 13, 2025 at 06:44 PM
সুস্থ জীবন পরিচালনার জন্য আপনাকে অসংখ্য বিষয়ের উপর জ্ঞানের দিক থেকে পরিপাটি হতে হবে; তারই ধারাবাহিকতায় আমাদের পারস্পরিক জ্ঞান বৃদ্ধির জন্য আপনাদের সঙ্গে গ্রুপবদ্ধ হলাম। দেশ বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আমাদের মাঝে অর্জিত জ্ঞান আছে, বুদ্ধি ও অভিজ্ঞতা আছে। যা পরস্পরের কল্যাণে আমরা ব্যয় করতে পারি। একটি দেশের মানুষ বাংলাদেশের সকল মানুষ যদি জ্ঞানী হয়ে যায়, এতে আলো দেশের সর্বত্রে ছড়াবে। সবাই জীবনকে উপভোগ করতে পারবে। এখন প্রশ্ন হলো একটাই, তবে আপনি নীরব কেনো? শক্তিশালী দক্ষ খেলোয়াড় সব সময় নীরব দর্শক হয়ে থাকতে পারে না! মাঠে ভুল হলে, দেশ পরাজিত হতে দেখলে সে নামবেই। আপনি কি ভালো খেলতে পারেন না, জানেন না? বিশ্বে বাংলাদেশ জয়ী হওয়ার জন্য কোনো কৌশল কি প্রয়োগ করবেন না? তাহলে এই দেশ জিতাবে কে? সংকট থেকে বের করে আনবে কে? ভিনদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে আনতে নিজদেশে উৎপাদন বৃদ্ধি করা লাগবে। তবেই কেবল সংকট থেকে দেশ বের হবে। আসবে শান্তি পরিবারে, ফিরবে সমাজ আলোতে আর থাকবে সবার অধিকার রাষ্ট্রে। -ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে। তাই, আপনাকে কাজ করতে হবে|| কথা বলতে হবে|| বক্তব্য প্রদান করে যেতে হবে|| কলম চালাতেই হবে|| -এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতে আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে।। শুভ হোক সবার, আগামীর পথচলা। ধন্যবাদ। ✍️ এম. মোরশেদ আল-ইসলাম রাসিফ।

Comments