BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
                                
                            
                            
                    
                                
                                
                                February 15, 2025 at 06:59 AM
                               
                            
                        
                            উসমান ইবনে আফফান রাঃ এর দানশীলতা 
▫️আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে একবার অনাবৃষ্টির দরুন দুর্ভিক্ষ হয়। চারিদিকে খাদ্য সংকট। মানুষজন অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক কাফেলা মদিনায় পৌঁছে ১০০ উট বোঝাই পণ্য নিয়ে।
মদিনার ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হয়।
তারা বলে তাদের কাছে পণ্য বিক্রি করতে। উসমান রাদিয়াল্লাহু আনহু যদি পণ্য বিক্রি করেন, খুচরা ব্যবসায়ীরা বেশ লাভবান হবে। তারা চাইলে পণ্যের দাম একটু বাড়িয়ে বিক্রি করতে পারবে। চারিদিকে যেহেতু খাদ্যের সংকট, মানুষজন দামের দিকে তাকাবে না।
উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, 'আমাকে কত লাভ দিবে?"
ব্যবসায়ীরা বলল, "দশের বিনিময়ে বারো।"
উসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হলেন না। ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বলল "দশের বিনিময়ে পনেরো।"
উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, "তোমরা কি দশের বিনিময়ে একশো দিতে পারবে?"
অর্থাৎ দশগুণ বেশি দাম। যে পণ্য তিনি ১০০ টাকায় কিনেছেন, সেটা ১০০০ টাকায় বিক্রি করতে চাচ্ছেন। ব্যবসায়ীরা বেশ অবাক হলো। কারণ, এত দাম দিয়ে পণ্য কিনে তারা বিক্রি করবে কীভাবে?
অতঃপর উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, "তাহলে যিনি আমাকে দশের বিনিময়ে একশো দিতে পারবেন, তার কাছে আমি পণ্য বিক্রি করব।"
ব্যবসায়ীরা হাল ছেড়ে দিলো। তারা ভেবে পাচ্ছিল না মদিনায় কোন এমন ব্যবসায়ী আছেন, যিনি দশগুণ বেশি দামে পণ্য কিনবেন?
উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, "আল্লাহকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত পণ্য গরিব মুসলমানদেরকে দান করে দিলাম।"
▫️ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার তিনি একজন দাস মুক্ত করতেন। তিনি মোট ২৪০০ জন দাস মুক্ত করেন।
▫️জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ব্যবসায়ী, তাঁর বন্ধু। একবার তালহা রাদিয়াল্লাহু আনহুর ঋণের প্রয়োজন হয়। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে ৫০ হাজার দিরহাম ধার নিলেন, যা টাকার অঙ্কে কয়েক কোটি টাকা।
ধার পরিশোধের সময় হলে তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার টাকা রেডি আছে। আপনি চাইলে নিতে পারেন।"
উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, "এগুলো লাগবে না। আপনাকে আমি উপহার দিলাম। "
[ মূল : ড. আলী মুহাম্মদ সাল্লাবি, উসমান ইবনে আফফান রাঃ ]