BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
February 27, 2025 at 11:52 PM
[বিসমিল্লাহির রহমানির রাহীম] বাংলাদেশ ইয়ুথ অ্যাসপিরেশন অ্যান্ড প্রোগ্রাম-(BYAP) বিভাগীয় পদপ্রার্থী আহ্বান - সম্মানিত তরুণ ও উদ্যমী সদস্যবৃন্দ, BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM-(BYAP) তরুণদের উন্নয়ন, শিক্ষা, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনের বিভিন্ন বিভাগে আরও গতিশীল ও কার্যকর করতে আমরা খুঁজছি দায়িত্বশীল, সৃজনশীল এবং নেতৃত্বদানে আগ্রহী কিছু আদর্শ প্রতিভাবান সদস্য। 👉|| যে বিভাগ সমূহে আবেদন গ্রহণ করা হচ্ছে: 1️⃣ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগ। 2️⃣ স্বাস্থ্য ও সুস্থ জীবনধারা বিভাগ। 3️⃣ ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ। 4️⃣ উদ্যোক্তা ও ক্যারিয়ার উন্নয়ন বিভাগ। 5️⃣ তহবিল সংগ্রহ ও ব্যয়ব্যবস্থাপনা বিভাগ। 6️⃣ সামাজিক সমস্যা সমাধান বিভাগ। 7️⃣ ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক উন্নয়ন বিভাগ। 8️⃣ স্বেচ্ছাসেবী বিভাগ। 9️⃣ মিডিয়া ও প্রচার বিভাগ। 🔟 প্রকল্প ও গবেষণা বিভাগ। 1️⃣1️⃣ আইন ও পরামর্শ বিভাগ। 👉|| কেনো আপনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ? আপনার নেতৃত্ব, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাধারা আমাদের সংগঠনকে এগিয়ে নিতে সহায়ক হবে। সমাজ পরিবর্তনের লক্ষ্যে আপনার কার্যকর ভূমিকা রাখতে চাই আমরা। 👉|| আবেদনের নিয়ম: (ফরমটি পড়ে জেনে নিন)। অথবা নিম্মোক্ত তথ্যগুলো পূরণ করে, "প্রতিষ্ঠাতা সদস্য বা ডিরেক্টর" বরাবর পাঠাতে হবে। অথবা সংগঠনের পেইজে ম্যাসেজ করুন। ইচ্ছুক ব্যাক্তির তথ্য: নামঃ ................................. জন্ম তারিখ/বয়সঃ ............. ঠিকানাঃ ওয়ার্ড নম্বর: ......... ইউনিয়ন: ............. (সিটি করপোরেশন/পৌরসভা/ক্যান্টঃ বোর্ডঃ.....) উপজেলা/থানা: ................. জেলা: ................. বিভাগ: ................. কোন্ বিভাগে কাজ করতে আগ্রহী (উক্ত বিভাগের নম্বর ও নাম): .......................... । ⏱️আবেদনের শেষ তারিখ: ০১/০৩/২০২৫ খ্রিস্টাব্দ। বিশেষ নির্দেশনা: আবেদনকারীদের অবশ্যই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। সদস্যদের স্বেচ্ছাসেবী মনোভাব এবং দায়িত্বশীল আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একসাথে বদলে দেই, এগিয়ে যাই নতুন দিগন্তের পথে। আন্তরিকভাবে, বাংলাদেশ ইয়ুথ অ্যাসপিরেশন অ্যান্ড প্রোগ্রাম-(BYAP) "সকলের তরে সকলে আমরা" ম্যাসেজ করুন হোয়াটসঅ্যাপে: +880 1939-260152

Comments