
BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
February 28, 2025 at 01:21 AM
সাইকোলজি আমাদের জীবনকে ইতিবাচক ভাবে প্রভাবিত করে। যেমন:
১. নতুন দক্ষতা শেখার ক্ষমতা বাড়ায়।
২. আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি করে।
৩. সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়।
৪. অপরের আবেগ ও অনুভূতি বুঝতে সাহায্য করে।।
তাই সকলই সাইকোলজির উপর জ্ঞান অর্জন করতে পারলে, আপনার কর্মক্ষমতা ও জীবনে গতিশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে। শেখার আগ্রহকে বাড়িয়ে তুলুন। এর বিকল্প অন্য কিছুতে নেই, সত্যিই জীবনে ভালোভাবে বাঁচতে হলে; সর্ববিষয়ে জ্ঞান দরকার।
_"পড়তে আপনাকে হবেই
হয় বই নয়তো পিছিয়ে"..!!_