BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
BANGLADESH YOUTH ASPIRATION AND PROGRAM
March 1, 2025 at 06:00 PM
[বিসমিল্লাহির রহমানির রাহীম] প্রতিশ্রুতি * অনন্য * বাংলাদেশ🇧🇩 আজ থেকে অত্র সংগঠনের অফিসিয়ালি শুভ সূচনা: "বাংলাদেশ ইয়ুথ অ্যাসপিরেশন অ্যান্ড প্রোগ্রাম-(BYAP)" _সকলের তরে সকলে আমরা_ 👉|| এই সংগঠনের মাধ্যমে- 🔳 আমরা ইতিবাচক প্রভাব বিস্তার করে প্রচলিত সমাজ থেকে নেতিবাচক কর্মকান্ড বন্ধ করতে চাই। সাদা দ্বারা কালোকে ঢেকে দিতে চাই। 🔳 আমরা একটি ন্যায়পরায়ন সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হবো এবং রাষ্ট্রের সকলকে সুনাগরিকে রূপান্তর করবো। 🔳 আমরা আধুনিকতার নামে বিশ্ব বেহায়াপনা থেকে নাগরিকদের মুক্তি দিতে চাই; তাইতো আজ আমাদের তরুণ-যুব সমাজকে নিয়ে এই সুসংগঠিত অনন্য পথচলা। নোটঃ- "BYAP"-সদস্যরা যেখানেই যাবে ঘরে-বাহিরে গ্রামে-শহরে পথে-প্রান্তরে সামনে অনিয়ম দেখা মাত্রই একটি ইতিবাচক বলয় তৈরি করে প্রতিরোধ করবে (এর পদ্ধতি দেওয়া আছে, সাংগঠনিক সার্বজনীন উন্মুক্ত রূপরেখা | অনুচ্ছেদঃ ৭ -এর \ছ\-:)।

Comments