WBPHARMACY
                                
                            
                            
                    
                                
                                
                                February 2, 2025 at 01:51 AM
                               
                            
                        
                            1. Pharmacy Entrance Test পরীক্ষাটি কি?
উঃ Pharmacy Entrance Test অর্থাৎ ফার্মাসি প্রবেশিকা পরীক্ষা,যার মাধ্যমে আপনি ডিপ্লোমা ইন ফার্মাসি করছে ভর্তি হতে পারবেন। D. Pharm একটি দুই বছরের ফার্মাসি কোর্স এবং ৩ মাস ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হয়। পরীক্ষার সিলেবাস হিসেবে রয়েছে উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা জীববিদ্যা ও রসায়নবিদ্যা এবং কিছু অংক। 
2. ফার্মাসি প্রবেশিকা পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে কিনা?
উঃ এই পরীক্ষার কোনো নেগেটিভ মার্কিং নেই।
 
3. ফার্মেসি প্রবেশিকা পরীক্ষায় মোট কতগুলো প্রশ্ন থাকে?
উঃ এই পরীক্ষায় প্রশ্ন  মোট ১০০ টি  MCQ থাকে।  
4. ফার্মাসি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কোন কলেজগুলোতে ভর্তি সুযোগ পাওয়া যায়?
উঃ এই পরীক্ষার মাধ্যমে সমস্ত সরকারি ফার্মাসি কলেজ এবং সমস্ত বেসরকারি ফার্মেসী কলেজগুলোতে ভর্তি হতে পারবেন। 
5. ফার্মেসি প্রবেশিকা পরীক্ষা পাস করার পর কাউন্সিলিং কিভাবে হবে?
উঃ এই ফার্মাসি প্রবেশিকা পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে এবং ভর্তি নিতে পারবেন।
6. ফার্মাসি প্রবেশিকা পরীক্ষা বছরে কোন সময় হয়?
উঃ এই পরীক্ষা প্রতি বছর জুলাই-আগস্ট মাসে হয়ে থাকে।
7. ফার্মেসি প্রবেশিকা পরীক্ষায় বসার জন্য নূন্যতম বয়স এবং যোগ্যতা কি?
উঃ এই পরীক্ষায় বসার জন্য নূন্যতম বয়স ১৭ বছর এবং যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ মাধ্যমিকের বিষয় হিসেবে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা অথবা অংক থাকতে হবে।
8. ফার্মাসি প্রবেশিকা পরীক্ষা দিয়ে কোন কোর্স নিয়ে পড়াশোনা করতে পারবেন?
উঃ এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে ভর্তি হতে পারবেন। ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স 2 বছরের হয় এবং 3 মাস ইন্টার্নশিপ  সম্পূর্ণ করতে হয়।
Join our official group
Telegram 🔗 https://t.me/wbpharmacy2016
WhatsApp 🔗 https://whatsapp.com/channel/0029VaIyLTm1yT2EnLutH32I
Facebook Page 🔗 https://www.facebook.com/share/164xXTuV1z/
YouTube Channel 🔗 https://youtube.com/@wbpharmacy?si=YKjzZfVWb39UTRO8
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        2