
IEB Updates
February 26, 2025 at 07:54 AM
https://www.kalbela.com/national/167406
জনগণের মতামত নিয়ে দ্রুত রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) উদ্যোগে ‘ডেভলপিং ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার : অ্যা স্ট্র্যাটেজিক পথ টু রিফর্ম’ শীর্ষক সেমিনার ও মুক্ত আলোচনায় এ কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, বিদেশি বিশেষজ্ঞ নয়, ধার করা জ্ঞানে নয়, নিজেদের জ্ঞানে ও অভিজ্ঞতায় আমাদের এগুতে হবে। অভিজ্ঞ ও স্বনামধন্য কারিগরি বিশেষজ্ঞের সমন্বয়ে প্ল্যানিং কমিশনের আমূল সংস্কার করতে হবে। ঢাকার দুই সিটি করপোরেশনকে একীভূত করে একটি ‘মেট্রোপলিটন গভর্মেন্ট’-এ রূপান্তর করতে হবে।
❤️
1