আল-ইসলাহ পাঠাগার
আল-ইসলাহ পাঠাগার
February 2, 2025 at 11:36 AM
*পরকাল ও পবিত্র সফরের প্রস্তুতি-পাঠ* 📚 🎤 আতাউল্লাহ উবাইদ || * আল-ইসলাহ পাঠাগার আয়োজিত মাসিক মজলিসের অনেক আয়োজনের একটি হলো — আলেমদের আলোচনা। আতাউল্লাহ উবাইদ সে আলেমগণের একজন, যাঁরা কথা বলেন পাঠাগারের এ মাসিক আসরে। তাঁর আলোচনায় প্রস্তুতিমূলক বইপাঠের প্রয়োজনীয়তা ফোটে ওঠে বিগত বিরাশি, আটাশি ও ঊননব্বইতম মাসিক মজলিসে। আখেরাতের উন্নতিতে ও মক্কা-মদীনার সফরকে সুন্দর করতে বিশুদ্ধ বইপাঠের আবশ্যকীয়তা এখানে উঠে এসেছে দারুণভাবে। আমরা তাই পৌনে পাঁচ মিনিটের এ ভিডিওতে তুলে এনেছি তাঁর সেই কথামালা। সকলেই শুনুন! *উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ’২৫ রোজ শুক্রবার সকালবেলা পাঠাগারের নব্বইতম মাসিক মজলিস অনুষ্ঠিত হবে — ইনশাআল্লাহ!* ইউটিউবে দেখতে : https://youtu.be/kaFSJI9G3WI?si=apsoE0tyG1xuRl5l
❤️ 1

Comments