Wbicds.in
Wbicds.in
February 28, 2025 at 02:47 AM
নতুন ২০টি সাধারণ জ্ঞান MCQ (২০২5) ভারতীয় সংবিধান ও রাজনীতি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে? A) অনুচ্ছেদ ৩৬-৫১ B) অনুচ্ছেদ ১২-৩৫ C) অনুচ্ছেদ ৫১-৬৩ D) অনুচ্ছেদ ৩৯-৫৫ ✔ উত্তর: B) অনুচ্ছেদ ১২-৩৫ রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? A) ২৪৫ B) ২৫০ C) ২৩৮ D) ২৭৫ ✔ উত্তর: B) ২৫০ ভারতীয় সংবিধানের কোন তপশিলে উপজাতিদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে? A) প্রথম তপশিল B) পঞ্চম তপশিল C) ষষ্ঠ তপশিল D) নবম তপশিল ✔ উত্তর: B) পঞ্চম তপশিল ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকার ধার নিয়েছে? A) আমেরিকা B) ব্রিটেন C) ফ্রান্স D) রাশিয়া ✔ উত্তর: A) আমেরিকা ভারতীয় ইতিহাস ভারতের প্রথম যুদ্ধমন্ত্রী কে ছিলেন? A) বি. আর. আম্বেদকর B) বল্লভভাই প্যাটেল C) সর্দার বলদেব সিং D) সুভাষচন্দ্র বসু ✔ উত্তর: C) সর্দার বলদেব সিং "বাংলার বিভাজন" কবে হয়েছিল? A) ১৯০৫ B) ১৯১১ C) ১৯৪৭ D) ১৯৫০ ✔ উত্তর: A) ১৯০৫ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? A) লর্ড মাউন্টব্যাটেন B) লর্ড লিনলিথগো C) লর্ড কার্জন D) লর্ড চেমসফোর্ড ✔ উত্তর: B) লর্ড লিনলিথগো ভূগোল ও পরিবেশ ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? A) জগ জলপ্রপাত B) কুনচিকল জলপ্রপাত C) দুধসাগর জলপ্রপাত D) মেঘালয়ের নোহকালিকাই জলপ্রপাত ✔ উত্তর: B) কুনচিকল জলপ্রপাত ভারত মহাসাগরের গভীরতম স্থান কোনটি? A) আন্দামান গভীর খাদ B) বঙ্গোপসাগর গভীর খাদ C) সুনদা গভীর খাদ D) আটলান্টিক গভীর খাদ ✔ উত্তর: C) সুনদা গভীর খাদ ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম (IST) কোন দ্রাঘিমাংশ অনুসারে নির্ধারিত? A) ৮২.৫° পূর্ব B) ৭৫° পূর্ব C) ৬৮° পূর্ব D) ৯০° পূর্ব ✔ উত্তর: A) ৮২.৫° পূর্ব বিজ্ঞান ও প্রযুক্তি কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়? A) শুক্র B) মঙ্গল C) বৃহস্পতি D) শনি ✔ উত্তর: B) মঙ্গল সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? A) টাইটান B) ইউরোপা C) গ্যানিমিড D) আইও ✔ উত্তর: C) গ্যানিমিড পৃথিবীর ওজোন স্তর কোন গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? A) কার্বন ডাই অক্সাইড B) নাইট্রোজেন অক্সাইড C) ক্লোরোফ্লুরোকার্বন (CFC) D) হাইড্রোজেন সালফাইড ✔ উত্তর: C) ক্লোরোফ্লুরোকার্বন (CFC) খেলাধুলা ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে? A) ভিশ্বনাথন আনন্দ B) হাম্পি কোনেরু C) দিব্যা দেশমুখ D) সুভদ্রা কার্তিক ✔ উত্তর: B) হাম্পি কোনেরু ভারতের জাতীয় খেলা কোনটি? A) ক্রিকেট B) ফুটবল C) হকি D) কাবাডি ✔ উত্তর: C) হকি সাহিত্য ও সংস্কৃতি 'কপালকুণ্ডলা' উপন্যাসের লেখক কে? A) রবীন্দ্রনাথ ঠাকুর B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় C) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ✔ উত্তর: B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় সংগীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? A) কলকাতা B) দিল্লি C) মুম্বাই D) চেন্নাই ✔ উত্তর: A) কলকাতা (১৯১১ সালে, কংগ্রেস অধিবেশনে) বর্তমান ঘটনা ও সাধারণ জ্ঞান ২০২৪ সালে ভারতের বাজেট কে উপস্থাপন করেছেন? A) নির্মলা সীতারামন B) পীযূষ গোয়েল C) অরুণ জেটলি D) রাজনাথ সিং ✔ উত্তর: A) নির্মলা সীতারামন ২০২৫ সালের BRICS সম্মেলন কোথায় হবে? A) ভারত B) চীন C) রাশিয়া D) ব্রাজিল ✔ উত্তর: C) রাশিয়া ভারতের সবচেয়ে বড় লোকসংগীত উৎসব কোনটি? A) সারেগামা B) সুরঝাঁঝ C) সুরজানী D) সুরঝরি ✔ উত্তর: C) সুরজানী
👍 2

Comments