❥◎⃝꯭⸺꯭̥̊͟ অচেনা অনুভূতিᡣ𐭩ᯓ♪⃤
❥◎⃝꯭⸺꯭̥̊͟ অচেনা অনুভূতিᡣ𐭩ᯓ♪⃤
February 27, 2025 at 02:00 PM
*`ছোট্টো একটি ভালোবাসার গল্প, হাতে সময় থাকলে পরে দেখবেন..` 🦋✨💛* *— জ্বর কমেছে?* *— জানি না।* *— কিছু খেয়েছেন?* *— গত পাঁচদিনে একবারও ফোন করেননি কেন?* *— করলে কী জ্বর আসত না?* *— আসত। তবে চারপাশটা এত গুমোট লাগত না।* *— আপনাকে মাঝেমধ্যে বুঝে উঠতে পারি না ঠিক।* *— একটা মানুষকে চিনতে যে সারাজীবন‌ও কম পড়ে যায়।* *— তা ঠিক। তবু, এই যে আপনার এত অভিমান অভিযোগ আমায় নিয়ে তার কোথাও কি একটুও ভালোবাসা নেই?* *— কাউকে ভালোবাসলে তার অবহেলা পাবার জন্য‌ও মনকে প্রস্তুত রাখতে হয়। মনের সেই জোর আর আমার নেই।* *— বড়ো সাবধানী আপনি।* *— আমার মত ছাপোষা সাধারণ মেয়েদের সাবধান না হয়ে উপায় কই!* *— ধরেই নিচ্ছেন ছেড়ে যাব?* *— নিচ্ছি। বরং থেকে গেলেই আশ্চর্য হব।* *— ভালোবাসলেন না কেন আমাকে?* *— ভালোবাসলে সর্বস্ব উজাড় করে দিতে হয়। আমার সেই সবকিছুই আমি খুইয়েছি।* *— আমি না হয় সেই অপ্রাপ্তি নিয়েই...* *— জীবনটা যে কাব্যে চলে না।* *— কুরিয়ারে একটা শাড়ি পাঠিয়েছি। পুজোর কোনো একদিন যদি পরেন আমার ভালো লাগবে।* *— আপনার বইটা এখনও দিয়ে উঠতে পারলাম না।* *— রেখে দিন। লাগবে না।* *— লাগবে। আমার লাগবে।* *— কী? বই?* *— না। আপনাকে।🌚🌻*

Comments