
JeetBuzz bangladesh
February 1, 2025 at 04:55 AM
ফিফার গ্লোবাল ট্রান্সফার রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ক্লাবগুলো আন্তর্জাতিক ট্রান্সফারে মোট ৮.৫৯ বিলিয়ন ডলার খরচ করেছে! ২০২৩ সালের পরেই এটি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ খরচের বছর।
🔥 সবচেয়ে বড় ট্রান্সফার ডিলগুলো:
🔹 জুলিয়ান আলভারেজ 🇦🇷 – ম্যান সিটি ➡️ অ্যাটলেটিকো মাদ্রিদ (€৭৫M + €২০M অ্যাড-অন)
🔹 গনসালো রামোস 🇵🇹 – বেনফিকা ➡️ পিএসজি
🔹 লেনি ইয়োরো 🇫🇷 – লিল ➡️ ম্যান ইউনাইটেড
🔹 জোয়াও নেভেস 🇵🇹 – বেনফিকা ➡️ পিএসজি
🔹 দানি ওলমো 🇪🇸 – আরবি লাইপজিগ ➡️ বার্সেলোনা
✨ অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের 🇫🇷 ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বছরের সেরা চুক্তি বলে ধরা হচ্ছে! 🚀⚽️