CAREER GUIDE 🎓 GK
CAREER GUIDE 🎓 GK
February 23, 2025 at 02:36 AM
*GENERAL KNOWLEDGE* 1. পীতবিন্দু কোথায় অবস্থিত? - চোখের রেটিনায় ৷ 2. বায়োলজি ‘Biology’কথাটির প্রবর্তন কে করেন?- ল্যামার্ক 3. ডিজেল ইঞ্জিন -এর আবিষ্কর্তা কে ? - রুডলফ ডিজেল(জার্মানী) 1892 সালে ৷ 4. স্ট্রিকনিন কোথায় থাকে? – কুচেলা গাছের বীজে 5. মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন কত? – ৩০০ গ্রাম 6. মানব দেহের সবথেকে বড় অস্থির নাম কী? – ফিমার 7. বায়ুতে কোন্‌ গ্যাসের উপস্থিতির জন্য রৌপ্য মুদ্রা কালো হয়? – হাইড্রোজেন সালফাইড গ্যাস 8. সাবানের বুদবুদ রঙীন দেখানোর কারণ কী? – ব্যাতিচার ক্রিয়া 9. ক্যান্সারের কারন কোন্‌ জীনের সক্রিয়তা? – অঙ্কোজিন 10. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে? – নাইট্রোজেন 11. আত্মঘাতীস্থলী-কাকে বলে? – লাইসোজোম 12. কেঁচো কিসের সাহায্যে শ্বাস কার্য চালায়? – ত্বক 13. মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে? – ২০৬ টি 14. আপতকালীন হরমোন কোনটি? – অ্যাড্রিনালিন 15. প্রাকৃতিক নির্বাচন তথ্যটির প্রবক্তা কে? – সি আর ডারউইন 16. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে? উঃ ক্যাটল ফিস, অক্টোপাস ইত্যাদি। 17. মানুষের হৃদপিন্ডের ওজন কত? উঃ ৩০০ গ্রাম। 18. পেরিকার্ডিয়াম কি? উঃ হৃদপিন্ড দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লী দ্বারা আবৃত; একে পেরিকার্ডিয়াম বলে। 19. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? তাদের অবস্থান লিখ। উঃ চারটি। যথাঃ উপরের দিকে দুটি অলিন্দ – ডান ও বাম অলিন্দ। নিচের দিকে দুটি নিলয় – ডান ও বাম নিলয়। 20. ব্যাঙের হৃদপিন্ডের প্রকোষ্ঠ কয়টি ও কি কি? উঃ তিনটি। যথাঃ দুটি অলিন্দ (ডান ও বাম অলিন্দ) এবং একটি নিলয়। 21. কুমিরের হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ঠ? উঃ ৪। 22. আরশোলার হৃদপিন্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট? উঃ ১৩। 23. হৃদচক্র কাকে বলে? উঃ হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে হৃদপিন্ডের পরিবর্তনগুলোর যে চক্রাকার পরিবর্তন ঘটে, তাকে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র বলে। 24. একটি হৃদচক্রের গড় স্থিতিকাল কত? উঃ ০.৮ সেকেন্ড। 25. সিস্টোল কি? উঃ হৃদপিন্ডের সংকোচন। 26. সিস্টোলিক চাপ কি? উঃ হৃদপিন্ডের সংকোচন চাপ। 27. ডায়াস্টোল কি? উঃ হৃদপিন্ডের প্রসারণজনিত চাপ। 💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇 https://tx.me/Gkstudyguide 💖 Whatsapp Channel👇 https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18

Comments