CAREER GUIDE 🎓 GK
February 28, 2025 at 01:51 AM
* ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু
* রাজেন্দ্র প্রসাদ ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন।
* ভারতীয় সংবিধানের অন্যতম রূপকারের নাম ডঃ বি আর আম্বেদকর।
* ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ।
* লোকসভা সভাপতিত্ব করেন স্পিকার।
* রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।
* ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
* ভারতের সুপ্রিম কোর্ট নতুন দিল্লিতে অবস্থিত।
* ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণাণ।
* ভারতের প্রজাতন্ত্র 1950 খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি শুরু হয়।
* ICS এর প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয় লর্ড ডালহৌসির আমলে ।
* ভারতের জাতীয় সংগীতের প্রথম লাইনটি জনগণমন-অধিনায়ক জয় হে।
* ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়।
* ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভা।
* বাংলায় হাওড়া থেকে পান্ডুয়া পর্যন্ত প্রথম রেল স্থাপিত হয়েছিল।
* ভারতীয় জাতীয় আন্দোলনের সক্রেটিস - তিলককে বলা হয়।
* বিচারব্যবস্থার জরুরি প্রবর্তন করেন রাজা রামমোহন রায়।
* রাওলাট আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে ।
* জাতীয় কংগ্রেসের বন্ধন বন্ধ করে দেন 1905 খ্রিস্টাব্দে ।
* 1930 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাশ ও মতিলাল লেওনে স্বরাজ দল গঠন করেন।
* জাতীয় কংগ্রেস দলের প্রবক্তা ছিলেন গান্ধীজী।
* অল ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 সালে।
💝 Study Material পেতে এবং মকটেস্ট দিতে আমাদের Telegram-এ যুক্ত হতে এই লিংকে ক্লিক করুন👇
https://tx.me/Gkstudyguide
💖 Whatsapp Channel👇
https://whatsapp.com/channel/0029VaSzYXmF1YlThb4K2b18
👍
1